Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার টেরিজা মে’র দল ছাড়লেন তিন এমপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম


নেতৃত্বে অনাস্থায় ব্রিটেনের লেবার এমপিদের দলত্যাগের পর এবার সেপথেই হেঁটে প্রধানমন্ত্রী টেরিজা মে’র দলত্যাগ করেছেন তিন টোরি এমপি। তারা হচ্ছেন, অ্যানা সুবরি, সারাহ ওলাস্টোন এবং হাইদি অ্যালেন। যৌথভাবে চিঠি দিয়ে টেরিজা মে’ কে দলত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনজনই। লেবার দল ছেড়ে যাওয়া এমপিদের গঠন করা স্বতন্ত্র দলেই যোগ দিচ্ছেন তারা। মে সরকার যেভাবে ব্রেক্সিট প্রক্রিয়া চালাচ্ছে তার সমালোচনা করেছেন এ তিন এমপি। তাছাড়া, কনজারভেটিভ পার্টি কট্টরপন্থিদের দখলে চলে যাওয়ার ঝুঁকিতে আছে বলেও সতর্ক করেছেন তারা। চিঠিতে তিন এমপি লেখেন, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দল থেকে পদত্যাগ এবং সদস্যপদ ছাড়ার কথা লিখছি।
রয়টার্স, বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেরিজা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ