বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চিকনাই নদী থেকে মানুষের কাটা এবং প্রায় বিকৃত একটি পা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জেলেরা মাছ ধরার সময় ঐ নদীতে ভাসমান পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চাটমোহর থানা পুলিশ পা উদ্ধার করে দুপুরে। সন্ধ্যায় ফরেনসিক ও ময়না তদন্তের জন্য পা-টি পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ শেখ নাসির উদ্দিন জানান, প্রায় বিকৃত পা দেখে বোঝা যাচ্ছে না এটি পুরুষ না মহিলার পা। তবে ময়না তদন্তে বিষয়টি নিশ্চিত হবে। পুলিশের ধারণা হত্যা করার পর আলামত নষ্ট করতে পাটি বিকৃত করে নদী ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ এই পায়ের লাশ উদ্ধারে চেষ্টা করছে। লাশ পাওয়া গেলে প্রকৃত রহস্য জানা যাবে বলে পুলিশ জানায়। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম দ্রুত লাশের অনুসন্ধান করার জন্য নির্দেশ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।