Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারত-পাকিস্তান সম্পর্ক ভালো হলে চমৎকার হতো : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

কাশ্মীরের পুলওয়ামার আত্মঘাতী হামলায় দুঃখ প্রকাশ করে পাকিস্তান ও ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে ‘চমৎকার’ হতো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল দপ্তরে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) । পুলওয়ামার হামলার ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। বলেছেন, “আমি দেখেছি। এ বিষয়ে বহু প্রতিবেদন পেয়েছি আমি। আমরা উপযুক্ত সময়ে এ বিষয়ে মন্তব্য করবো। তারা (ভারত ও পাকিস্তান) মিলেমিশে থাকলে চমৎকার হতো। “ওই (পুলওয়ামার হামলা) পরিস্থিতি ভয়াবহ ছিল। আমরা প্রতিবেদন পাচ্ছি। (এ বিষয়ে) একটি বিবৃতি দিবো আমরা।” এই হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের অভিযোগ এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে, অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এই ঘটনার জেরে ভারত হামলা চালালে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পুলওয়ামা হামলার পরপরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক বিবৃতি দিয়ে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, উপদেষ্টা বোল্টন ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স পৃথক বিবৃতি দিয়ে জইশ-ই-মোহাম্মদ ও এর নেতাদের বিরুদ্ধে সত্বর পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। রয়টার্স।



 

Show all comments
  • Sâgør Rûsdì ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৮ এএম says : 0
    মোদী সয়তান কি সেটা মেনে নিবে???
    Total Reply(0) Reply
  • সাদ বিন জাফর ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৮ এএম says : 0
    ভারতের উগ্র হিন্দুরা কখনও ভালো সম্পর্ক চাই না, ওরা চাই রাষ্ট্রীয় সন্ত্রাসকে কাজে লাগিয়ে প্রতিবেশীদের শোষণ করতে।
    Total Reply(0) Reply
  • M rahman ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৯ এএম says : 0
    আরএসএস ও বিজেপির মতো উগ্রবাদী দল যতদিন ভারতের মাটিতে থাকবে ততদিন দুদেশের মধ্যে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়।
    Total Reply(0) Reply
  • নুরুল আবছার ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩০ এএম says : 0
    দুদেশের মধ্যে সম্পর্ক হলে তো হতো সবাই জানে। কিন্তু তাতো অসম্ভব। ভারতে সামাজিক নৈতিক শিক্ষা ছড়াতে পারলেই কেবল তা সম্ভব।
    Total Reply(0) Reply
  • জমির ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩১ এএম says : 0
    ট্রাম্প অনেক দিন পর একটা ভালো কথা বলেছে। তবে ভারতের অধিপত্যবাদী মনোভাব ভালো সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ