Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুর সরকারী গাছ কর্তন আ’লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:০৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে সরকারী গাছ কাটার দায়ে স্থানীয় মেম্বার মফিজুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুমি অফিসার আকরামুজ্জামান। অভিযোগে প্রকাশ মহেশপুরের কাজীরবেড় ঈদগাহ থেকে মাথলার সুইজ গেট পর্যন্ত ১নং খতিয়ানের ২৫২১ দাগে ৩ একর জমির উপর বিভিন্ন প্রজাতির গাছ ছিল। গছগুলো স্থানীয় মেম্বার ও আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান কেটে কাজীরবেড় গ্রামের জুয়েল ভাটায় বিক্রি করে দেয়। খবর পেয়ে কাজীরবেড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি অফিসার মোঃ আকরামুজ্জামান সরেজমিন তদন্ত করে সত্যতা পান এবং তিনি বাদী হয়ে স্থানীয় মেম্বার মফিজুর রহমান, এনামুল ফরজ আলী, শরিফুদ্দিন ও আমিনুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করেন। তবে লাখ টাকার বেশি মুল্যে সরকারী গাছ বিক্রি করলেও এজাহারে মাত্র ২০ হাজার টাকার গাছ বিক্রির কথা উল্লেখ করা হয়েছে। এতে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ভূমি কর্মকর্তা আকরামুজ্জামান মামলার কথা স্বীকার করে জানান, উর্ধ্বতন কৃর্তৃপক্ষের নির্দেশে আমি মামলা করেছি। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালা উদ্দিন জানান এমন খবর আমার নলেজে আছে। সরকারী সম্পদ রক্ষার জন্য সব ধরনের আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আলীমুজ্জামান জানান আসামীদের ধরার চেষ্টা চলছে। তবে আসামীরা প্রকাশ্যে ঘুরছে বলে এলাকাবাসি অভিযোগ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ