Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরে ফার্মেসিতে অভিযান কোটি টাকার সরকারি ও নকল ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি ও নকল ওষুধ জব্দ করেছে র‌্যাব। এসময় বিভিন্ন ফার্মেসি মালিককে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত সোমবার দুপুর থেকে রাত সোয়া ২টা পর্যন্ত এ অভিযান চলে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানকালে রয়েল মেডিকেল হলকে ৪ লাখ, নরসিংদী ফার্মেসিকে ১ লাখ, হামিদা ফার্মেসিকে ১ লাখ, এসএইচ ফার্মেসিকে ১ লাখ, স্বদেশ ফার্মেসিকে দেড় লাখ, প্রাণ সার্জিক্যাল ফার্মেসিকে দেড় লাখ ও নাব ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব ফার্মেসি থেকে বিপুল পরিমাণ সরকারি ও নকল ওষুধ জব্দ করা হয়। জব্দ করা এসব ওষুধের মূল্য প্রায় এক কোটি টাকা। এদিকে, অভিযানকালে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের একটি বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট সিলগালা করে র‌্যাব। এছাড়া দু’জনকে আটক করে একজনকে এক বছর ও অন্যজনকে দুই বছরের বিনাশ্রম কারাদÐ দেয় আদালত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ