Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপ্লব কর-এর ২য় একক চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ইএমকে সেন্টার-এর আয়োজনে সম্প্রতি চিত্রশিল্পী বিপ্লব কর-এর ২য় একক চিত্র প্রদর্শনী ইন সার্চ অব ন্যাচার-এর প্রদর্শনী চলছে। প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন সারা যাকের, ভাইস চেয়ারপাসন, এশিয়াটিক থ্রি সিক্সটি, ড. রশিদ আমিন, সহযোগী অধ্যাপক, চিত্রকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং নাভিদ আকবর, ডিরেক্টর, ইএমকে সেন্টার। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে করা ৩৮টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পী বিপ্লব কর তার শিল্পকর্ম সম্পর্কে বলেন, সভ্যতার শুরু থেকে মানুষ মেতে আছে সৃষ্টির নেশায়। এই সৃষ্টি মানবজাতির জন্য যেমন কল্যাণ বয়ে আনে, তেমনি কখনো কখনো এই সৃষ্টিই হয়ে দাঁড়ায় ধ্বংসের কারণ। কালক্রমে মানুষের আবিষ্কৃত যন্ত্র জীবনকে সহজ করলেও প্রকৃতির কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মানুষের আত্মিক সম্পর্ক নষ্ট হতে থাকে। নিজের সৃষ্ট যন্ত্রের কাছেই তাকে করতে হয় মাথানত। মানুষ পরিণত হয় যন্ত্রমানবে। সেই যন্ত্রমানব একটা সময় যান্ত্রিক শহরের যন্ত্রনায় খুঁজে ফিরে প্রকৃতিকে। যন্ত্রমানব ও প্রকৃতির মধ্যে এক মেলবন্ধন ঘটাতেই আমার এবারের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার, ১০ম তলা বাড়ি-৫, রোড-১৬ (পুরাতন-২৭), ধানমন্ডি, ঢাকা। ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯:৩০ থেকে রাত ৮:০০টা প্রদর্শনী চলবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদর্শনী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ