Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:০৭ পিএম

পাবনার চাটমোহরে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের ‘কথিত’ বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবাসয়ী এবং পুলিশের ২ জন সসদ্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ আহত কথিত মাদক ব্যবসায়ী জাহিদকে আটক করে চিকিৎসার জন্য পাবনার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জাহিদের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চর গোবিন্দপুর গ্রামে। সে ঐ গ্রামের মৃত-শহীদুল্লাহ’র পুত্র। পুলিশের দাবি , জাহিদ একজন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় জাহিদকে চাটমোহর উপজেলা আনকুটিয়া নামক স্থান থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুসারে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাকে নিয়ে পুলিশ মথুরাপুর সেন্ট রিটার্স হাইস্কুলের কাছে পৌঁছালে সেখানে অবস্থানরত জাহিদের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে।পুলিশও পাল্টা গুলি চালায়। জাহিদের সহযোগিরা পুলিশের গুলির কাছে টিকতে না পেরে পিছু হটে যায়। গোলাগুলির সময় জাহিদের পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি রিভালবার, ২ রাউন্ড গুলি ও ২০ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল(মাদক) উদ্ধার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা, ডাকাতি, মাদক ব ১০টি এবং চাটমোহর থানায় নতুন করে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে জাহিদের বিরুদ্ধে মামলার সংখ্যা হলো ১২টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ