প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বই মেলায় এসেছে মঞ্চ অভিনেতা, নির্দেশক এইচ অনিকের নাটকের বই ‘দ্বৈত মানব’। য়ারোয়া বুক কর্নার ৩৮৩ নম্বর স্টলে থেকে বইটি পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বইটি মেলায় বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন নাটকের দলের সদস্যরা বইটি ক্রয় করছেন। এটি একটি পূর্নাঙ্গ মঞ্চ নাটকের বই। সাধারণ পাঠকরাও নাট্যকারের উপস্থিতিতে অটোগ্রাফ সহ বইটি সংগ্রহ করছেন। উল্লেখ্য চন্দ্রকলা থিয়েটার দ্বৈত মানব নাটকটি মঞ্চায়ন করেছেন দেশে এবং ভারতে। এইচ আর অনিক বলেন, আমাদের দেশে মৌলিক নাটকের বেশ অভাব আছে বলে আমি মনে করি। একটা সময় মৌলিক নাটকের ব্যপাক উপস্থিতি ছিল। এ সময়ে তার অভাব অনুভব করছি। এ তাড়না থেকে এবং বিজ্ঞজনদের অনুপ্রেরণায় নাটকটি লিখেছি। আশা করি ,নাটকের বইটি পাঠকদের এবং নাট্যশিল্পীদের মনের খোরাক জোগাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।