Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯ উপলক্ষে প্রকাশ হয়েছে পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’-এর নতুন সংখ্যা। প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান, নামলিপি নকশা করেছেন শাহীনুর রহমান। সহকারী সম্পাদক হিসেবে আছেন অপু মেহেদী ও মাহবুব খান এবং ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আছেন প্রসেনজিৎ রায়। বিক্রয় ব্যবস্থাপক: মাহফুজ সুমন, পারভেজ সরকার, শফিকুল ইসলাম ইমরান, হাসান আলী, আসফিকুর রহমান, স্বপন নূর, রণধীর বড়–য়া। নতুন সংখ্যাটিতে নাটক ও থিয়েটার বিষয়ে লিখেছেন মামুনুর রশীদ, শুভাশিস সিনহা, অপু মেহেদী, ইশরাত নিশাত, হাসান শাহরিয়ার, ইউসুফ হাসান অর্ক, হাবিব জাকারিয়া উল্লাস, বেলায়াত হোসেন মামুন, অলোক বসু, মাহবুব আলম। এছাড়া ‘আমাদের নাট্যভাষা: সংকট ও সম্ভাবনা’ বিষয়ক একটি মুক্ত আড্ডার লিখিত রূপ প্রকাশ করা হয়েছে সংখ্যাটিতে। আড্ডায় অংশ নিয়েছেন- বিপ্লব বালা, কামাল উদ্দিন কবির, হাসান শাহরিয়ার, মোহাম্মদ আলী হায়দার, ইউসুফ হাসান অর্ক, শুভাশিস সিনহা, বাকার বকুল, অপূর্ব কুমুার কুন্ডু। সংখ্যাটির শেষের দিকে রয়েছে ২০১৮ সালের নাট্যচর্চা নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন। ক্ষ্যাপার নতুন সংখ্যাটির বিনিময় মূল্য ১০০ টাকা। বইমেলায় বাংলা একাডেমির লিটলম্যাগ চত্ত¡রে ক্ষ্যাপার স্টলে নতুন সংখ্যাটি পাওয়া যাচ্ছে। সংখ্যাটি সংগ্রহের জন্য বিস্তারিত তথ্য জানা যাবে- ০১৯৩০- ০৭৩৮১৩, ০১৭১৮-৭৫৯৭৫৪, ০১৯৮২-৭৯৭৭৯১ এই নম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ