বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। কোস্টগার্ডের দাবি, নিহত ব্যক্তি বনদস্যু। রোববার গভীররাতে সুন্দরবনের বাগেরহাট অঞ্চলে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রোববার রাত ১২টার দিকে সুন্দরবন বন পশ্চিম বিভাগের নলিয়ান কালাবগি এলাকার সোনাইমুখী খালে বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় যায়। ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পিছু হটে। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও কোস্টগার্ড তার নাম-পরিচয় বলতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।