Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএনপি নেতা আসাদুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩৮ পিএম
বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রমনা থানার পৃথক তিন মামলায় এই আদেশ দেওয়া হয়। 
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই আদেশ দেন।
 
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রমনা থানার তিন মামলার আসামি বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে আসাদুজ্জামানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, গত বছরের ৮ ফেব্রুয়ারি রমনা এলাকায় বিএনপির এক থেকে দেড় হাজার নেতা-কর্মী পুলিশের কাজে বাধা দেন, লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেল দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করেন। পুলিশের কাজে বাধা দেন। এ ঘটনায় পুলিশ রমনা থানায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা করে। এসব মামলার এজাহারে আসাদুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ