মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্র। সেখানে ঘটেছে বর্ণনার অতীত এক নৃশংসতা। লোমহর্ষক অপরাধ। এক নরপিশাচ অনিকেত (ছদ্মনাম) মাত্র চার বছর বয়সী একটি কন্যাশিশুকে ধর্ষণ করেছে। তার দেহ যাতে কেউ শনাক্ত করতে না পারে এ জন্য তার গায়ের চামড়া তুলে ফেলে শিরচ্ছেদ করে। বর্ণনার অযোগ্য এই নৃশংসতায় স্তব্ধ এলাকার মানুষ। অনিকেতের বয়স ২৭ বছর। সে মহারাষ্ট্রের খোপোলি শহরের এক মা শোভার (ছদ্মনাম) কাছে যৌন সুবিধা দাবি করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শোভা। তিনি প্রকাশ্যে জনগণের সামনে অপমান করেন অনিকেতকে। এর বদলা নিতে ভিন্ন কৌশল খোঁজে সে। অভিযোগে বলা হয়েছে, শোভার চার বছর বয়সী শিশুকন্যাকে নিজের বাড়িতে নিয়ে যায় অনিকেত। তাকে ধর্ষণ করে। এরপর প্রতিশোধ নিতে তাকে হত্যা করে। এরপর তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে রান্না ঘরের একটি চাকু দিয়ে। ওই লাশ তার বাড়ি থেকে ৩০০ মিটার দূরে নিয়ে ফেলে আসে। ওই শিশুটিকে কেউ যাতে শনাক্ত করতে না পারে এ জন্য তার শরীরের চামড়া পর্যন্ত তুলে ফেলা হয়। ওদিকে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শোভা। তাকে না পেয়ে একজন বান্ধবীকে নিয়ে যান পুলিশের কাছে। সেখানে নিখোঁজ ডায়েরি করেন। তারপর খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির লাশের হদিস মেলে। এ সময় তার শরীরে পোড়ার চিহ্ন ছিল। অনুসন্ধানের এক পর্যায়ে অনিকেতের বাসা থেকে উদ্ধার করা হয় রক্তমাথা একটি ছুরি। জিজ্ঞাসাবাদ করা হয় অনিকেতকে। এ সময় সে অপরাধ স্বীকার করেছে। যদি এ হত্যায় সে অভিযুক্ত হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।