Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে দ্রুতগামী ট্রেন দ্রুতই বিকল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

উদ্বোধনের একদিন পর প্রথম যাত্রাতেই বিকল হয়ে পড়েছে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। ভারতের স্ব-নির্মিত এই আধা উচ্চ-গতির বান্দে ভারত এক্সপ্রেস বারানসি শহর থেকে রাজধানী দিল্লি ফিরছিল। কিন্তু তখনই ব্রেক বা গতিরোধক আটকে গিয়ে বিকল হয়ে যায় ট্রেনটি। ট্রেনটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যম রেলবিভাগের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, চলার সময় সম্ভবত কোনো গবাদিপশুর গায়ে ধাক্কা খেয়েছে ট্রেনটি। পরীক্ষাকালীন ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চলেছে এই ট্রেন। কিন্তু বাস্তবে চলার সময় গতিরোধক বিকল হয়ে পড়লে চালক ট্রেনের শেষ চার কোচে ধোয়া দেখতে পান। এছাড়া সকল কামরাতেই বিদ্যুত চলে যায়। দিল্লি ফিরতে যাত্রীদেরকে অন্য ট্রেন ধরতে হয়। এদিকে রেলওয়ে মন্ত্রণালয় যদিও বলছে ট্রেনটি গরুর সঙ্গে ধাক্কা খেয়ে হয়তো বিকল হয়েছে, এনডিটিভি জানিয়েছে ট্রেনের সামনে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। রোববার থেকে এই নতুন রেল সেবা বাণিজ্যিকভাবে চলাচল শুরু করার কথা। এই সেবা চালু হলে দিল্লি ও বারানসির মধ্যে চলাচলে ৬ ঘণ্টা সময় কম ব্যয় হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রুতগামী ট্রেন বিকল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ