Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘুজ ঘিরে ফেলার দাবি এসডিএফের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার যোদ্ধারা ফোরাত নদীর পাড়ে ইসলামিক স্টেটের (আইএস) শেষ, ছোট ছিটমহলটি দখল করে নেওয়ার দ্বারপ্রান্তে আছে বলে দাবি করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফের) যুদ্ধ পরিচালনাকারী কমান্ডার জিয়া ফুরাত এ দাবি জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। বাঘুজ নামের এই ছিটমহলটির নিয়ন্ত্রণ হারালে আইএসে স্বঘোষিত ‘খিলাফত’ পুরোপুরি পরাজিত হবে বলে ধারণা করা হচ্ছে। আইএসের ‘খিলাফত’ এখন ইরাক সীমান্তের নিকটবর্তী বাঘুজের কয়েক বর্গমাইল ক্ষুদ্রপল্লী ও কৃষিক্ষেতের মধ্যেই সীমাবদ্ধ। এসডিএফের যোদ্ধারা এলাকাটির অবশিষ্ট আইএস জিহাদিদের বাঘুজের একটি এলাকায় কোণঠাসা করে ফেলেছে এবং চারদিক থেকে ঘেরাও হয়ে এসডিএফের গুলির মুখে আছে বলে জানিয়েছেন কমান্ডার ফুরাত। “আগামী কয়েক দিনের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে, সামরিকভাবে দায়েশের (আইএস) পতনের শুভ সংবাদটি বিশ্বকে জানাবো আমরা,” বলেছেন তিনি। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিরিয়ার বিষয়ে ‘বিশাল ঘোষণা’ আসতে পারে। সা¤প্রতিক দিনগুলোতে ব্যাপক মার্কিন বিমান হামলায় ছত্রছায়ায় আইএসে শেষ ঘাঁটির দিকে এসডিএফ অগ্রসর হওয়া শুরু করতেই বাঘুজ থেকে পলায়নপর বেসামরিকদের স্রোত শুরু হয়, এদের আড়ালে পরাজিত জঙ্গিরাও পালাতে চেষ্টা করে।এদের অনেককে গ্রেপ্তার করেছে এসডিএফ। এসডিএফ জানিয়েছে, আইএসের যেসব যোদ্ধারা বাঘুজে আছে তাদের অধিকাংশই বিদেশি। অবশিষ্ট এই যোদ্ধাদের ৭০০ বর্গমিটারের একটি পকেটের মধ্যে ঘিরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ফুরাত। “মানবঢাল হিসেবে এখনও সেখানে কয়েক হাজার বেসামরিক আটকা পড়ে আছেন,” বলেছেন তিনি। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঘুজ ঘিরে ফেলার দাবি এসডিএফের

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ