Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানি পণ্যে ২শ শতাংশ শুল্ক বৃদ্ধি চা রফতানি বন্ধের উদ্যোগ ভারতের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তানের কাছে চা রফতানি বন্ধের উদ্যোগ নিয়েছে ভারতের চা রফতানি সংগঠন। সে দেশের কেন্দ্রীয় সরকারের কাছে লেখা চিঠিতে রফতানি বন্ধের প্রস্তাব পাঠিয়েছে তারা। সংগঠনের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দেশের স্বার্থ বিবেচনা করে বাণিজ্যিক ক্ষতি মেনে নিতে তাদের কোনও আপত্তি নাই। হিন্দুস্থান টাইমস-এর এক খবর থেকে এসব কথা জানা গেছে। ভারতের চা রফতানি কমিটি জানিয়েছে, হামলার পর তাদের ক্ষতি মেনে নিয়ে পাকিস্তানে চা রফতানি বন্ধ করার ব্যাপারে কোনও আপত্তি নেই। তারা বলছে, তাদের কাছে দেশের স্বার্থ আগে এবং পাকিস্তানের প্রতিক্রিয়াশীল পদক্ষেপ মোকাবিলায় তারা প্রস্তুত। কমিটির চেয়ারম্যান অংশুমান কানোরিয়া বলেন, অবশ্যই আমরা প্রস্তুত আছি। কেন্দ্র সরকার বললেই আমরা পাকিস্তানে চা রপ্তানি করা বন্ধ করে দেব। আগে দেশ আর দেশের নিরাপত্তারক্ষীদের সুরক্ষা, তারপর বাণিজ্য। ভারতের দাবি, পাকিস্তান প্রত্যক্ষভাবে এই হামলায় ইন্ধন দিয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। এরইমধ্যে আমদানি-রফতানি ক্ষেত্রে পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশন আখ্যা তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদকে ‘একেবারে একঘরে’ করতে কূটনৈতিক পদক্ষেপ নিতেও শুরু করেছে ভারত। তবে পাকিস্তানের দাবি, ভারত তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছে। অপর এক খবরে বলা হয়, পুলওয়ামা হামলার ধারাবাহিকতায় পাকিস্তান থেকে ভারতে কোনও পণ্য আমদানির ক্ষেত্রে ২০০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে ভারত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিবৃতিকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম এনডিটিভি এক ধাক্কায় বিপুল পরিমাণ শুল্ক বৃদ্ধির খবর জানিয়েছে। বৃহস্পতিবার পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার পর পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘটনার দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে জানায়, তাদের হয়ে পুলওয়ামারই বাসিন্দা আদিল আহমেদ দার ওই হামলা চালিয়েছে। ভারতের দাবি, পাকিস্তান প্রত্যক্ষভাবে এই হামলায় ইন্ধন দিয়েছে। হামলার প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী জেটলি তার বিবৃতিতে জানান, কাশ্মিরে হামলার পর ভারত পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন এর তকমা ফিরিয়ে নিয়েছে। আর এবার শুল্ক ২০০% বাড়ান হলো। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভূক্ত দেশগুলো সংস্থাভূক্ত একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন গণ্য করতে পারে। ভারত ১৯৯৬ সালে পাকিস্তানকয়ে এই অভিধা দিয়েছিল। হিন্দুস্থান টাইমস, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চা রফতানি বন্ধের উদ্যোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ