Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্তের সময় বাড়ল

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাফ সুজুকি কাপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল চরম ব্যর্থ হয়েছে। কেরালায় সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ঢাকা বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাহরাইনের কাছে হেরে জাতিকে লজ্জা দিয়েছে মামুনুল বাহিনী। এ দুই টুর্নামেন্টে লাল-সবুজদের ব্যর্থতার জন্য ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তদন্ত কমিটির কাজ কয়েকদিন আগে শুরু হলেও এর সময় সীমা বাড়িয়েছে বাফুফে। টুর্নামেন্ট দুটির ব্যর্থতা তদন্ত করতে কমিটিকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। গতকাল বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির এক সভায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি।  বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করা আজমল আহমেদ তপন তার প্রতিবেদন বাফুফের কাছে জমা দিয়েছেন। দলের ম্যানেজার ইলিয়াস হোসেনও তার প্রতিবেদন বাফুফেেক হস্তান্তর করেছেন। তবে এগুলো তদন্ত প্রতিবেদন নয়, ব্যক্তিগত পর্যবেক্ষণ। অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনই জমা দিয়েছেন তারা।
আমিরকে কা-ে কিউইদের ক্ষমাপ্রার্থনা
স্পোর্টস ডেস্ক : এমনিতেই তার দলে ফেরা দিয়ে কম জল ঘোলা হয়নি। টি-টোয়েন্টির পর ওয়ানডে দলে ফিরে সেই জল যখন থিতু হওয়ার পথে এমন সময় আবারো সেই জল ঘোলা করে ছাড়ল নিউজিল্যান্ড। নিষেধাজ্ঞা কাটিয়ে ৫ বছর পর দলে ফিরে মোহাম্মাদ আমিরকে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে তা অনুমিতই ছিল। নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি পেয়ে আসছিলেন। কিন্তু গেল সোমরার সফরের প্রথম ওয়ানডেতে একটু বেশিই বাড়াবাড়ি করা হয় আমিরের সঙ্গে। দর্শকের সারি খেকে আমিরকে ডলার দেখিয়ে অপমান করা হয়। সেটাও নাহয় ক্ষমার যোগ্য। একজন উগ্র দর্শক ভুলবসত এমনটা করতেই পারে। তাই বলে ২৩ বছর বয়সি বল করার সময় স্টেডিয়ামের সাউন্ড ইফেক্টে মেশিনে ডলার গোনার শব্দ! হ্যাঁ, সেটাই করেন স্টেডিয়ামের শব্দ নিয়ন্ত্রক মার্ক ম্যাকলয়েড। আমিরের প্রতি এই অপমান বেশ গুরুত্বের সাথে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এ ব্যাপারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে এনজেডসি এবং আশ্বস্ত করেছে এমন ঘটনার আর পুনারাবৃত্তি হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্তের সময় বাড়ল

২৮ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ