বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নতুন করে চূড়ান্ত মনোনয়নে নৌকার মাঝি হলেন লামা উপজেলা আ,লীগের যুগ্নসম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তফা জামাল। তিনি রবিবার (১৭ ফেব্রুয়ারি) দলের তৃণমূল থেকে জেলার সিদ্ধান্তক্রমে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত পত্র পেলেন। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচনে ১২২ জনের প্রার্থী তালিকার মধ্যে লামা উপজেলা আ,লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসমাইল এর নাম ছিল।কিন্তু তিনি হঠাৎ হার্ট স্টোক করে গত ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। সেক্ষেত্রে উক্ত দলীয় পদটি শূন্য হয়। জরুরী ভিত্তিতে দলের ক্ষেত্রে এ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এক্ষেত্রে লামা উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান দলের প্রার্থীর ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য,উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামাল বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদের ভ্রাতুষপুত্র, লামা উপজেলা ছাত্রলীগের দলের দুঃষসময়ের সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি সদাপলী,হাস্যোজ্জ্বল,সৎ,নির্লোভ সর্বোপরি দল ও সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সুপরিচিত।আরো তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর ঊসৈসিং এমপির অতি” নিকটজন” হিসেবে পরিচিত।ইতিমধ্যে তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঊষ্ঞ অভিনন্দন জানিয়েছেন। লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের কান্ডারী সফল ও বিশ্ব বরণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণ এবং এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে চান। এছাড়াও মাদকদ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান। এজন্য তিনি লামা উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন সে জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। প্রসংগত, বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুসারে দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ,২০ ফেব্রুয়ারী যাছাই-বাছাই,২৭ ফেব্রুয়ারী প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৮ মার্চ ভোট গ্রহনের কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।