Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানি ভাষার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের নৈপুণ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত নবম জাতীয় জাপানি ভাষার বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশের জাপানি ভাষার নবীন শিক্ষার্থীরা তাদের বিষয়বস্তুর বৈচিত্র্য, ভাষার ওপর দখল ও প্রকাশভঙ্গী দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। ১৫ জন চ‚ড়ান্ত প্রতিযোগীর মধ্যে ফিরোজা আশরাভী ‘জীবনের সিদ্ধান্ত’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করে ৪ জন জাপানি বিচারকের কাছ থেকে ভ‚য়সী প্রশংসা লাভ এবং প্রথম পুরস্কার লাভ করেন। আনিকা বেগম এবং নুরুজ্জামান তাদের চমৎকার বক্তব্যের জন্য যথাক্রমে ২য় ও ৩য় পুরস্কার লাভ করেন। রেজা আশরাভী ও আনিকা বেগম এ বছর অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ফেডারেশন অব জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর জাপানী ভাষার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এই বক্তৃতা প্রতিযোগিতাটি জাপান দূতাবাস ও জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করছে জাপানি প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিক্লো, জাপানি রেস্টুরেন্ট নাগাসাকি, নিসেনকেন কোয়ালিটি ইভ্যালুয়েশন সেন্টার, রোহতো মেন্থালেটাম বাংলাদেশ এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ইন ঢাকা ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন। বাংলাদেশে বর্তমানে প্রায় ৪৮০০ জাপানি ভাষার শিক্ষার্থী রয়েছেন। সূত্র : জাপান দূতাবাস প্রেস বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ