Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গবেষণা ও ভূতাত্ত্বিক ম্যাপিংয়ের জন্য পাকিস্তান সফরে চীনের সার্ভে শিপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তান নৌবাহিনীর সহায়তায় হাইড্রোকার্বন গবেষণা ও ভূতাত্তি¡ক ম্যাপিংয়ের জন্য চীনের জিওলজিক্যাল সার্ভে রিসার্স শিপ (সিজিএস) ‘হাই ইয়াং দি ঝি সি হো’ পাকিস্তান সফর করেছে।
পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ন্যাশনাল ইন্সটিটিউট অব ওশানোগ্রাফির বিজ্ঞানীদের সঙ্গে মিলে চীনের বিজ্ঞানীরা পাকিস্তানের উপকূলীয় এলাকায় বিভিন্ন ধরনের সিসমিক ও ওশানোগ্রাফিক পর্যবেক্ষণ চালান।
সমীক্ষায় প্রাপ্ত উপাত্ত পাকিস্তান ও চীন যৌথভাবে প্রক্রিয়াজাত করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ভূতাত্তি¡ক সমীক্ষা ও ওশানোগ্রাফি ক্ষেত্রে পাকিস্তান ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার অংশ এই অনুসন্ধান। ভবিষ্যতেও এ ধরনের গবেষণা অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতে এ ধরনের আরেকটি সমীক্ষা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এই সমীক্ষা পাকিস্তানের উপকূলীয় এলাকায় সম্পদের ম্যাপিং করার ক্ষেত্রে সহায়ক হবে বলে বিবৃতিতে আশা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান সফরে চীনের সার্ভে শিপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ