Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অথচ খেলার মতো অবস্থা ছিল না মাশরাফির!

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তার জন্য ইনজুরি কোনো ব্যাপার নয়! পাঁচ পাঁচবার হাঁটুর লিগামেন্টে অপারেশন করে যে ছেলেটি খেলছেন মনের জোরে, তার জন্য জ্বর এমন আর কি? দুই সপ্তাহ আগে ১০২ ডিগ্রি জ্বর নিয়ে খেলেছেন মনের জোরে, প্রাইম ব্যাংকের বিপক্ষে সেই ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠে বিপিএলে পারফর্ম করা মাশরাফির কাছে কোনো অসুস্থতাই পায় না পাত্তা, গতকালও শরীরের ক্লান্তিকে জয় করে সে দৃষ্টান্ত রেখেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি উদযাপনে করেছেন রেকর্ড। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে দ্রæততম (৫০ বলে) এবং সর্বাধিক সংখ্যক ছক্কা (১১টি)। তবে শেখ জামালের বিপক্ষে এমন রেকর্ডের ম্যাচে নাকি খেলার মতো অবস্থায় ছিলেন না মাশরাফি। দলের প্রয়োজনে ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন, ৫২ রানের পর নাকি পিচের উপর দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছিল তার। এমনটাই জানিয়েছেন মাশরাফি অনলাইন পোর্টাল ডেইলি বিডি নিউজকে ‘সকালে মাঠে গিয়ে দেখি মাথা ঘোরাচ্ছে। খারাপ লাগছিল। পরে ৫২ রান হওয়ার পর থেকে খুব খারাপ লাগছিল। তবে মাঠে নামলে ওসব বেশিক্ষণ মাথায় থাকে না। চাচ্ছিলাম যত দ্রæত সম্ভব রান বাড়াতে। যে ওভারে (৪৮তম) চারটি ছক্কা মারলাম, সেটায়ই তৃতীয় ছক্কা মারার পর সবার চেঁচামেচি শুনে ভাবলাম, সেঞ্চুরি বুঝি হয়ে গেছে। কিন্তু স্কোর বোর্ডে তাকিয়ে দেখি ৯৭ রান। এরপর একটি সিঙ্গেল, পরে ছক্কায় সেঞ্চুরি।’
লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরিটি যে রেকর্ড হয়ে গেছে, তা জেনে নিজেও অবাক নড়াইল এক্সপ্রেসÑ‘তাই নাকি! “রেকর্ডের জন্য তো খেলি না। এসব নিয়ে ভাবিও না। দল জিতেছে এটাই আসল কথা। জয়টা খুব দরকার ছিল। আমার সেঞ্চুরিতে দল জিতেছে, রেকর্ডের চেয়ে এটা অনেক বড়। এই সেঞ্চুরিটিই বেশি ভালো লেগেছে। দল খুব ভালো অবস্থায় ছিল না, একটা জয় খুব দরকার ছিল।’ এর আচে বিপিএলে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৫ নম্বরে নেমে খেলেছেন ম্যাচ উইনিং ইনিংস। দলের প্রয়োজনে গতকালও তাই ৬ নম্বরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত স্থির করেছিলেন নিজ থেকেইÑ‘ তখন দলের রান যেভাবে উঠছে, সেভাবে চলতে থাকলে আমরা হয়ত ২৭০-২৮০ করতে পারতাম। এমন ব্যাটিং উইকেটে তা যথেষ্ট হতো না। এজন্যই আমি চেয়েছিলাম নেমে যতটা সম্ভব দ্রæত কিছু রান করতে।’ ২০০৫ সালে জাতীয় লীগে খুলনার হয়ে সিলেটের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৪০ বলে ১৩২ রানের ইনিংসটিই ছিল এতোদিন মাশরাফির একমাত্র সেঞ্চুরি। সেই ম্যাচে তার সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়েছে খুলনা। গতকাল লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে সেঞ্চুরিতে জিতল তার দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অথচ খেলার মতো অবস্থা ছিল না মাশরাফির!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ