Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে রংপুর-ঢাকা

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ডেভেলপমেন্ট কাপ অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর ও ঢাকা বিভাগ। গতকাল সেমিফাইনালে এ দুই দল জয় পেয়েছে। মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রথম সেমিতে গেল দু’আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে রংপুর। বিজয়ীদের পক্ষে একমাত্র গোলটি করেন দীপক। একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ৩-০ গোলে রাজশাহীকে হারিয়ে ফাইনালে রংপুরের সঙ্গী হয়। ঢাকার শাওন ২টি ও শুভ ১টি করে গোল করেন।
আগামীকাল বেলা তিনটায় একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনালে রংপুর-ঢাকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ