Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন কঙ্গনা রানৌত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অভিনেত্রী কঙ্গনা রানৌত জানিয়েছেন নিজের জীবন নিয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। একেবারে শূন্য থেকে তার আকাশছোঁয়া সাফল্যের বর্ণনা থাকবে এই ফিল্মে। “শূন্য থেকে আকাশ স্পর্শ করা আমার এই গল্পে যেমন চড়াই আছে তেমনি চরম উৎরাই আছে।এটি হবে দারুণ একটি সিনেমাটিক অভিজ্ঞতা,” কঙ্গনা বলেন। ‘মণিকর্ণিকা- দ্য কুইন অফ ঝাঁসি’ ফিল্মের তারকাটি বলেন, “আমার গল্পে জাদুর চেয়ে বড় জাদু আছে। সূত্র জানিয়েছে ‘বাহুবলি’র জন্য খ্যাত কে. ভি. বিজয়েন্দ্র এর চিত্রনাট্য রচনা করবেন: উল্লেখ্য তিনি ‘মণিকর্ণিকা’র চিত্রনাট্য লিখেছেন। এই বছরে শেষে এর শুটিং শুরু হবে। অভিনয়ে বা বলিউডে কোনও পৃষ্ঠপোষক ছাড়াই মানালির কাছের একটি গ্রাম থেকে এসে কঙ্গনা ভারতের চলচ্চিত্রে তার স্থান করে নিয়েছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো- ‘গ্যাংস্টার’, ‘উও লামহে’, ‘লাইফ ইন আ... মেট্রো’, ‘তানু ওয়েডস মানু’ এবং ‘ফ্যাশন’ কঙ্গনা জানিয়েছেন তার জীবনী চলচ্চিত্রটি প্রচারণামূলক নয়। এতে ভাল মন্দ দুই ধরণের চরিত্রই থাকবে। যাদের সঙ্গে সময়ে সময়ে তার বিরোধ হয়েছে তাদের নাম উল্লেখ করা হবে না বলেও তিনি জানিয়েছেন। কঙ্গনাকে আগামীতে ‘মেন্টাল হ্যায় কেয়া এবং ‘পাঙ্গা’ চলচ্চিত্রগুলোতেও দেখা যাবে। কঙ্গনা কৃষের সঙ্গে ‘মণিকর্ণিকা- দ্য কুইন অফ ঝাঁসি’ পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ