Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগর উপজেলা নির্বাচনে নৌকার মাঝি হতে চান বর্ষীয়ান নেতা রাফিউদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চান প্রবীণ বর্ষীয়ান পোড় খাওয়া রাজনীতিবিদ উপজেলা আ’লীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৩১ মার্চ ২০১৯ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ উপজেলায়। জানা গেছে, নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবীরসহ ভোটারদের সমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র রাজনীতি থেকেই রাজনৈতিক পথযাত্রা শুরু করেন। বর্তমানে ২৭বছর ধরে তিনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি, দলীয় কর্মকান্ডের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রনী ভুমিকা রেখে যাচ্ছেন আওয়ামীলীগের এ নেতা। দলের কঠিন দুঃসময়ে শক্ত হাতে দলকে আটকে রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে নিজেকে আত্মনিয়োগ করে যাচ্ছেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ (৬০) বলেন, দীর্ঘ ৪৬ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে পুরোপুরি ভাবে জড়িত আছি। কখনো নিবার্চনে প্রার্থী হতে চাইনি। এবার তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে নৌকার মাঝি হতে মাঠে নেমেছি। নৌকা পেলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। তার পক্ষে উপজেলা, ইউনিয়নসহ ওয়ার্ডের আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্মথন দিয়েছেন। আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিবেন বলে আশা করছি। তিনি ব্যাপক গণসংযোগ, পথসভা ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নৌকায় ভোট চাচ্ছেন। ভোটাদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও উন্নয়ন চিত্র তুলে ধরছেন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৪৬ পিএম says : 0
    যত সব ভোটচুর ততসব বাংলাদেশের আবর্জনা। পুলিশ, পুলিশ, ওদেরকে ধরে আনো। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ