পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সকল দলকে ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
সংগ্রাম ছাড়া উপায় নাই উল্লেখ করে তিনি বলেছেন, ‘আজ মানুষেরা সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। আমি সকল দলকে আহবান করছি। সকল দলের ছোটখাটো ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে একত্রিত হয়ে রাস্তায় নামুন।’
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির’ দাবিতে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
সরকারের বিচার ব্যবস্থায় বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না মন্তব্য করে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া সরকার দলীয় বিচার ব্যবস্থায় সুবিচার পাবেন না । ওনাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিত ভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলে তিনি মুক্তি পাবেন।’
মুক্তিযুদ্ধের এই সংগঠক বলেন, ‘৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবর হলে কি হয় দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে।’
তিনি বলেন, ‘কয়েকদিন আগে বিজিবি যার কিছুই করার নাই সে মানুষ হত্যা করেছে, গরুচোরের অপবাদ দিয়েছে, তা ডিসি জানেন না উপজেলার কর্মকর্তারাও জানেন না।’
সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।