পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার গুলশানে বেক্সিমকো গ্রুপের কার্যালয়ে গিয়ে সালমান এফ রহমানের সঙ্গে দেখা করে নোয়াবের প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান। সালমান এফ রহমান এই প্রথম এমপি হয়েই মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
সাক্ষাৎকালে নোয়াব নেতৃবৃন্দ সংবাদপত্র শিল্পে বিদ্যমান সমস্যা তুলে ধরেন। উপদেষ্টা সালমান এফ রহমান সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং নিউএজের প্রকাশক শহিদুল্লাহ বাদল খান, দ্য ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক এম শামসুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।