Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের চারটি ভারতে

১১তম দূষিত শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে দিল্লি

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার প্রথম দশে রয়েছে ভারতেরই চারটি শহর। শহরগুলোর মধ্যে রয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, উত্তরপ্রদেশের এলাহাবাদ, বিহারের পাটনা এবং ছত্তিশগড় প্রদেশের শহর রায়পুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে এই তথ্য উঠে এসেছে। তথ্যমতে, বর্তমানে বিশ্বের মধ্যে ১১তম দূষিত শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে দিল্লি। স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের ফলে বছরে বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ অকালে প্রাণ হারায়। ১০৩টি দেশের প্রায় তিন হাজার শহরের ওপর চালানো জরিপের তথ্য-উপাত্ত দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এছাড়া ২০০৮ থেকে ২০১৩ সালের প্রাপ্ত তথ্য-উপাত্তকেও প্রতিবেদন তৈরিতে বিবেচনায় নেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত বছর এনভায়রনমেন্টাল সাইন্স ও টেকনোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছিল, শুধু দিল্লিতেই দূষিত বায়ুর প্রকোপে প্রতিদিন প্রাণ হারায় ৮০ জন লোক। ভারতে এ ধরনের প্রাণহানির কারণগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিশ্বের যে ১০টি শহরের বায়ু সবচেয়ে বেশি দূষিত তন্মধ্যে ভারতেই রয়েছে চারটির অবস্থান। ডব্লিউএইচও’র তালিকায় চরম বায়ু দূষণের শহর হিসেবে শীর্ষে রয়েছে ইরানের জাবল শহর। এ তালিকায় এরপর স্থানই পেয়েছে ভারতের গোয়ালিয়র এবং এলাহাবাদ। এরপর স্থান পেয়েছে সউদি আরবের দুটি শহর রাজধানী রিয়াদ এবং আল জুবেইল। আর তারপরই রয়েছে ভারতের আরও দুটি শহর পাটনা ও রায়পুর। গবেষণায় দেখা যায় কিছু ক্ষুদ্র বস্তুকণা বাতাসে মিশে থাকার কারণে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করে এবং স্ট্রোক, হৃদরোগ, পাকস্থলীর ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের চারটি ভারতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ