নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছে দিলকুশা স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত লিগে নয় ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ২৭ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। অন্যদিকে হকি ঢাকা ইউনাইটেড সমান ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। শুক্রবার হকি ঢাকা ইউনাইটেডের বিপক্ষে লিগের শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে দিলকুশা। আর লিগ থেকে অবনমনের পথে রয়েছে বর্ণক সমাজ। নয় ম্যাচ খেলে এখনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। বৃহস্পতিবার লিগের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ব্যাচেলার্স এসসি ১০-০ গোলে হারায় শান্তিনগর এসসিকে। বিজয়ী দলের মেহেরুজ্জামান রিস্তা হ্যাটট্রিকসহ চার গোল, হারভির সিং তিনটি, শামীম দু’টি ও রিপন এক গোল করেন। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে কম্বাইন্ড এসসি ৪-০ গোলে হারায় শিশু কিশোর সংঘকে। বিজয়ী দলের শিবনাথ দাস, মেহেদী হাসান, শিবু দাস ও জুয়েল হোসেন একটি করে গোল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।