Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাশ্চত্যে দুস্থদের চেয়ে সমকামিতার গুরুত্ব বেশি : এরদোগান

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সহিংসতার মধ্যে বসবাসরত সিরিয়ার অসহায় মানুষদের চেয়ে পশ্চিমাদের কাছে সমকামিতা ও পশুকল্যাণের গুরুত্ব বেশি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। গত শুক্রবার তুরস্কের উত্তর-পশ্চিমে এক জনসভায় তিনি বলেন, পশ্চিমাদের মধ্যে এখনো দাস ব্যবস্থা ও উপনিবেশিক মানসিকতা বিদ্যমান রয়েছে। যারা ২৩ লাখ সিরীয়র পরিবর্তে সমকামিতা এবং সাগরের তিমি, সিল ও কচ্ছপের প্রতি সহানুভূতি দেখায়, তাদের প্রতি লজ্জা বলেও ধিক্কার জানান তুরস্কের প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসামুক্ত সুবিধায় তুর্কি নাগরিকদের ভ্রমণ সুবিধা নিশ্চিতের বিনিময়ে দেশটির সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের দাবি জানিয়েছিল ইউরোপী ইউনিয়ন। এরপরই পশ্চিমাদের কঠোর সমালোচনা শুরু করেন এরদোগান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাশ্চত্যে দুস্থদের চেয়ে সমকামিতার গুরুত্ব বেশি : এরদোগান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ