Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলের নতুন মন্ত্রিসভায় সবাই শ্বেতাঙ্গ পুরুষ, মহিলা নেই : দিলমা

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট দিলমা রুসেফ অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সমালোচনা করেছেন। তারই সাবেক প্রেসিডেন্ট মিশেল টেমারের গঠিত এই মন্ত্রিসভার সবাই শ্বেতাঙ্গ পুরুষ বলে মন্তব্য করেন তিনি। বিবিসি জানায়, গত শুক্রবার প্রেসিডেন্ট প্যালেসে দিলমা রুসেফ সংবাদিকদের কাছে এসব কথা বলেন। সিনেটের ভোটে সাময়িক বরখাস্ত হওয়ার পর এই প্রথম তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে দিলমা রুসেফ বলেন, এটি বিশ্বের অন্যতম বৈচিত্রময় জাতিসত্তার দেশ ব্রাজিলকে বোঝায় না। দেশকে প্রকৃতপক্ষে গড়তে হলে কৃষ্ণাঙ্গ ও নারী উভয়েরই অংশগ্রহণ প্রয়োজন। দিলমা রুসেফ মনে করেন, এই সরকার স্পষ্টভাবেই বুঝিয়ে দিচ্ছে তাদের অর্থনীতি হবে নব্য উদারবাদী কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক দিক হবে রক্ষণশীল। বিবিসি জানায়, ১৯৭৯ সালের পর এই প্রথম ব্রাজিলের মন্ত্রিসভায় কোনো নারী নেই। দিলমা রুসেফের মন্ত্রিসভার ৩১ মন্ত্রীর মধ্যে ৭জন ছিলেন নারী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত মন্ত্রিসভা গঠিত হয়েছে। আর নতুন মন্ত্রিসভার জন্য কোনো নারী মন্ত্রী খুঁজে পাওয়া যায়নি। নতুন মন্ত্রিসভার সদস্য ও প্রভাবশালী নেতা এলিসিউ পাজিয়া বলেন, এই মন্ত্রিসভা গঠনের সময় নারী সদস্য খোঁজা হয়েছিল। এই বিষয়ে তাদের মধ্যে আলোচনাও হয়। তিনি আরো বলেন, আগে মন্ত্রীর পদ ছিল এমন স্থানে কয়েকজন নারী নেয়া হবে। পদ ভিন্ন হলেও তারা মন্ত্রীর দায়িত্বেই থাকবেন। এর আগে অভিশংসন প্রক্রিয়ার সময়ও দিলমা রুসেফ দাবি করেছিলেন, নারী হওয়ার কারণেই সরকার তার প্রতি বিরূপ। ওই সময় তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনারও জবাব দেন রুসেফ। উল্লেখ্য, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিনেট। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উচ্চকক্ষ পার্লামেন্টের ৮১ সদস্যের ৫৫ জন অভিসংশনের পক্ষে মত দিয়েছেন। ২২ জন এর বিরোধিতা করেছেন। সিএনএন জানিয়েছে, দিলমা রুসেফকে অভিসংশন প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এটা ১৮০ দিনের বেশি চলবে। আর এই সময়ের মধ্যে রুসেফ ক্ষমতার বাইরে থাকবেন। রুসেফ সরে দাঁড়ানোর পর ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমার দায়িত্ব পালন করছেন। এই সময়ে সিনেট ও এর সব কমিটি নিয়মিত দায়িত্ব পালন করবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিলের নতুন মন্ত্রিসভায় সবাই শ্বেতাঙ্গ পুরুষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ