মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : একদিনে ভারতের বিহার ও ঝাড়খ-ে খুন হয়েছেন দুই সাংবাদিক। একজন দৈনিক হিন্দুস্থানের বিহারের ব্যুরো চিফ রাজদেব রঞ্জন অপরজন ঝাড়খ-ের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের রিপোর্টার অখিলেশ প্রতাপ সিং। দৈনিক হিন্দুস্থানের বিহারের ব্যুরো চিফ রাজদেব রঞ্জনকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে ঝাড়খ-ের স্থানীয় টেলিভিশন চ্যানেলে কর্মরত রিপোর্টার অখিলেশ প্রতাপ সিংকেও একই কায়দায় হত্যা করা হয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আত্মীয়র বাসায় যাওয়ার সময় বিহারের সিওয়ান জেলায় খুব কাছ থেকে ৫ বার গুলি করা হয় রাজদেবকে। এ সময় উপস্থিত মানুষজন তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তবে আসল খুনিদের বিষয়ে স্পষ্ট কোন তথ্য দিতে পারেনি বিহারের স্থানীয় পুলিশ। রাজদেব রঞ্জন দৈনিক হিন্দুস্থানের জন্য ২০ বছর ধরে কাজ করছিলেন। এদিকে ঝাড়খ-ে অখিলেশ প্রতাপ সিংকে কারা হত্যা করেছে এ ব্যাপারে কিছুই জানাতে পারে স্থানীয় পুলিশ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।