মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীন সাইবার যুদ্ধের উপযোগী করে তার সামরিক বাহিনীকে আরও আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন এজন্য পাঁচ বছর মেয়াদী যে পরিকল্পনা প্রকাশ করেছে,
তার ফলে ২০২০ সাল নাগাদ
চীনের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিধর এবং সেরা বাহিনীতে পরিণত হবে বলে দাবি করা হচ্ছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী হচ্ছে চীনের। তাদের সৈন্যসংখ্যা প্রায় বিশ লাখ।
এই সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য চীন বিরাট পরিকল্পনা নিয়েছে।
এই সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য চীন এখন যে বিরাট পরিকল্পনা নিয়েছে, তার লক্ষ্য এটিকে প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সেরা বাহিনীতে
পরিণত করা, যাতে করে চার বছরের মধ্যেই চীনের সেনাবাহিনিকে সাইবার যুদ্ধ পরিচালনার উপযোগী করে তোলা যায়।
চীনের নেতারা বলছেন, তারা এর সম্মুখযুদ্ধে অংশ নেয়ার সক্ষমতায় কাটছাঁট করে
সৈন্যসংখ্যা তিন লাখ কমিয়ে আনবেন। এর পরিবর্তে আরও আধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহে বেশি অর্থ খরচ করা হবে, যেমন তথ্য ও কম্পিউটার প্রযুক্তির ওপর বেশি জোর দেয়া হবে।
বিশেষ করে পূর্ব
এবং দক্ষিণ চীন সাগরে যে কোন সীমান্ত বিরোধে যাতে নৌবাহিনী এবং বিমান বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেই সক্ষমতা বাড়ানো হবে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।