Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাক্কায় জরুরি অবস্থা

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) তাদের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র স্টিভ ওয়ারেন গত শুক্রবার সিএনএনকে বলেন, রাক্কায় জরুরি অবস্থা জারির পরিস্থিতি আমরা দেখেছি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শহরজুড়েই আইএসের সদস্যরা টহল দিচ্ছেন। তারা নির্দিষ্ট কিছু এলাকা সম্ভাব্য বিমান হামলা ও স্থল হামলা থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন। ওয়ারেন বলেন, তারা শহরটির পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সিরিয়ান আরব জোটের সঙ্গে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছে। ওই দুই অঞ্চলই ধারাবাহিকভাবে নিরাপদ হয়ে উঠছে এবং এসডিএফ অঞ্চলগুলোতে লড়াইয়ে তাদের নিজস্ব শক্তি প্রয়োগের ক্ষেত্রে ক্রমান্বয়ে সক্ষম হয়ে উঠছে। এসডিএফের মুখপাত্র তাজির কোবানি চলতি সপ্তার শুরুর দিকে ঘোষণা দিয়েছেন, উত্তর সিরিয়ার এসডিএফ সমর্থিত গোষ্ঠীগুলোর নেতারা যৌথ অভিযান চালিয়ে আইএসের দখল থেকে রাক্কাকে মুক্ত করার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রসঙ্গত, আইএস নেতা আবু বকর আল-বাগদাদি এখনো রাক্কা কিংবা তার আশেপাশে অবস্থান করছেন কিনা তা পরিষ্কার নয়। অবশ্য, সেনাবাহিনী অন্য কোথায় তিনি অবস্থান করছেন কিনা সেই বিষয়টিও বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে পর্যবেক্ষণ করে যাচ্ছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাক্কায় জরুরি অবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ