মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে আইএসের চালানো বোমা হামলা ও গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন । এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। গত শুক্রবার শিয়া অধ্যুষিত উত্তরাঞ্চলীয় বালাদ শহরের একটি ক্যাফেতে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে তিন বন্দুকধারী ক্যাফেটিতে প্রবেশ করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ১২ জন। স্থানীয়রা জানান, ক্যাফেটিতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থকরা আড্ডা দিতো। এ ঘটনার পরপরই বন্দুকধারীরা পালিয়ে গিয়ে নিকটবর্তী একটি পরিত্যক্ত ভবনে আশ্রয় নিলে সেখানে পুলিশ ও শিয়া যোদ্ধাদের সঙ্গে তাদের ব্যাপক গুলি বিনিময় হয়। এসময় দুপক্ষের গুলিতে নিহত হয় আরও অন্তত ৪ জন। এছাড়াও বন্দুকধারীদের একজন এসময় নিজের শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
এদিকে, ইরাকের গোলযোগপূর্ণ পশ্চিমাঞ্চলীয় ফালুজা শহর থেকে বেসামরিক লোকজনকে বের হতে দিচ্ছে না জেহাদি গোষ্ঠী আইএস। শহর ছেড়ে পালাতে গেলে বেসামরিক লোকজন গুপ্ত ঘাতকদের গুলিতে প্রাণ হারাচ্ছে। আইএ বিরোধী মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছেন, ঘাতকরা শহর থেকে পলায়নপর লোকজনকে পথে থামিয়ে গুলি করছে। ফালুজা শহরে মারাত্মক রকমের খাদ্যসহ মৌলিক জিনিসপত্র ও চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে। মার্কিন এ কর্মকর্তা জানান, ইরাকের নিরাপত্তা বাহিনী বেসামরিক লোকজনের বের হওয়ার জন্য একটি মানবিক করিডর সৃষ্টির চেষ্টা করলেও সন্ত্রাসীরা তা মানছে না। তারা বেসামরিক লোকজনকে পথেই গুলি করে হত্যা করছে। এ কারণে সেখানকার লোকজন এখন আর বের হতে চাইছে না।
২০১৪ সাল থেকে ইরাকে তৎপর বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা জোরদারের দাবি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব বিমান হামলায় সন্ত্রাসী নিহত হওয়ার চেয়ে বেসামরিক লেকাজনই মারা যাচ্ছে বেশি। এছাড়া, সন্ত্রাসীদের ওপর মার্কিন বিমান হামলার তেমন কোনো প্রভাবও নেই। এর বিপরীতে বহুবার তথ্য-প্রমাণ পাওয়া গেছে যে, মার্কিন বাহিনী ইরাকের সন্ত্রাসীদেরকে বিমান ও হেলিকপ্টার থেকে অস্ত্র এবং গোলাবারুদ দিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।