Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটিজেনশিপ বিলবিরোধী বিক্ষোভ ইম্ফলে নিষেধাজ্ঞা, ইন্টারনেট বন্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিলকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র হয়ে ওঠায় ইম্ফল ইস্ট এবং ইম্ফল ওয়েস্ট এলাকায় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ করেছে মনিপুর কর্তৃপক্ষ। এএনআই এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। বিতর্কিত এই বিলটি পাসের জন্য মঙ্গলবার রাজ্যসভায় পেশ করার কথা বিজেপি’র। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজনৈতিক দল এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই দলগুলোর মধ্যে বিজেপির মিত্র দলও রয়েছে। মুখ্যমন্ত্রীর অফিসের এক কর্মকর্তা স্ক্রল.ইনকে জানিয়েছেন যে, পুরো রাজ্যে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, “আমরা পরিস্থিতি পর্যালোচনা করবো। রাজ্য সভায় বিল নিয়ে কি হয়, তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে”। ইম্ফল ওয়েস্টের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশ জারি করেছেন, যেখানে ক্যাবল টিভি নেটওয়ার্কগুলোকে কোন ধরনের বিক্ষোভের ফুটেজ, উত্তেজক বক্তৃতা এবং এমন কোন অনুষ্ঠান দেখানো থেকে বিরত থাকতে বলা হয়েছে, যেটা রাজ্যে শান্তি বিনষ্ট করতে পারে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। রোববার ইম্ফলে বিলটির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশ টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করলে অন্তত ছয়জন নারী আহত হয়। ইমা কেইথেল বা মায়েদের মার্কেটের নারী বিক্রেতারা মঙ্গলবার পর্যন্ত পুরো মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, খোয়াইরামবান্দ মার্কেট এলাকায় ছয়টি ছাত্র সংগঠন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল। সেখানে পুলিশ স্মোক বোমা ছুড়লে অন্তত দুজন ছাত্র আহত হয়।এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটিজেনশিপ বিলবিরোধী বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ