Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক্সারসাইজ আমান, শান্তির বার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পৃথিবীতে ভারত মহাসাগর হলো একটি গুরুত্বপূর্ণ মহাসাগর। এটি বিশ্বের এক পঞ্চমাংশ মহাসাগর নিয়ে গঠিত। এর পশ্চিমে রয়েছে আফ্রিকা ও আরব উপদ্বীপ, উত্তরে ভারতীয় উপমহাদেশ, পূর্বে অস্ট্রেলিয়া। ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে পাকিস্তান অবস্থিত থাকায় এর অংশ রয়েছে তার। ভারত মহাসাগরে পাকিস্তানকে তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। আঞ্চলিক একীভূতকরণ ও ভারত মহাসাগরের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পাকিস্তান সবসময়ই ইতিবাচক ভূমিকা পালন করেছে। স্যার ক্রিক থেকে জিওয়ানি পর্যন্ত বিস্তৃত পাকিস্তানের ১,০০০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় রেখার বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যায় না। পাকিস্তান নৌবাহিনী দশকের পর দশক ধরে এটি রক্ষা করার কাজ নিরলসভাবে করে যাচ্ছে। এই প্রক্রিয়ায় এক্সারসাইজ আমান ২০১৯ একটি অনন্য উদাহরণ। পাকিস্তান নৌবাহিনী আরো কিছু গুরুত্বপূর্ণ মহড়া চালিয়ে থাকে। এসবের মধ্যে রয়েছে নাসিম-আল-বহর। এমনকি সউদী আরব, ওমানের সাথেও যৌথ মহড়ায় অংশ নিয়ে থাকে পাকিস্তান। পাকিস্তান এক্সারসাইজ আমান শুরু করেছ ২০০৭ সালে। আর গত ৮ ফেব্রুয়ারি আমানের সপ্তম সংস্করণ শুরু হয়েছে করাচিতে। এতে বেশ কিছু রণতরী, বিমান অংশ নিচ্ছে। এতে ৮৩টি দেশের পর্যবেক্ষকেরাও সামিল হয়েছেন। মহড়াটি দুটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে হচ্ছে সামুদ্রিক বিমান, নৌ শক্তির মহড়া। তবে মহড়ার প্রধান পর্বটি হচ্ছে ফ্লিট রিভিউ। মানোরায় করাচি পোতাশ্রয়ে হবে এটি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক্সারসাইজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ