নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, বন্ধ হয় আলোক স্বল্পতার কারণেও। মাঠে রোদ দেখলে ক্রিকেটার কিংবা দর্শক সমর্থকরা তাই ভীষণ খুশি হন। ভাবেন-যাক বাবা, খেলাটা তো চলবে! তবে নিউজিল্যান্ডে খেলতে গেলে হিসেবটা আলাদা। খারাপ আবহাওয়ার কারণে যেমন খেলা বন্ধ হতে পারে, বন্ধ হতে পারে সূর্যের প্রখর তাপের কারণেও। কদিন আগে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে এমন অবস্থা দেখা গেছে।
সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেবার এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল বাংলাদেশকেও। আজ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে আরেকটি সফর। বৃষ্টি, প্রতিকূল আবহাওয়ার সঙ্গে কি মাথায় রাখতে হবে সূর্যের কথাও?
বাংলাদেশের কোচ স্টিভ রোডস সিরিজের আগে এ নিয়ে এক দফা কথা বলে ফেলেছেন ম্যাচ রেফারি, আম্পায়ারদের সঙ্গে। তিনিই জানালেন, এবারও এমনটা ঘটতে পারে। তবে সেটা ম্যাচে বড় কোনো সমস্যা সৃষ্টি করবে না বলেই মনে করছেন টাইগার কোচ, ‘আমি রেফারির সঙ্গে কথা বলেছি। এটা হতে পারে। সূর্য যদি অনেক নিচে নেমে আসে, সেটা কয়েক ওভারে সমস্যা তৈরি করতে পারে। তবে এই সমস্যা তো দুই দলেরই হবে। আমাদের আম্পায়ারের সিদ্ধান্ত দেখতে হবে। তবে খুব বেশি দেরি হয়তো হবে না।’
ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড
মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড টাই/পরি.
৩১ ১০ ২১ ০
নিউজিল্যান্ডে বাংলাদেশ নিউজিল্যান্ড টাই/পরি.
১০ ০ ১০ ০
সর্বাধিক ম্যাচ
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ২২টি
নিউজিল্যান্ড : ব্রেন্ডন ম্যাককালাম, ২১টি
অধিনায়ক হিসেবে
বাংলাদেশ : মাশরাফি/সাকিব, ৭টি করে
নিউজিল্যান্ড : ডেনিয়েল ভেট্টোরি, ১৬টি
সর্বোচ্চ দলীয়
বাংলাদেশ : ২৮৮/৭, হ্যামিল্টন ২০১৫
নিউজিল্যান্ড : ৩৪১/৭, ক্রাইস্টচার্চ ২০১৬
সর্বনি¤œ দলীয়
বাংলাদেশ : ৭৭, কলম্বো ২০০২
নিউজিল্যান্ড : ১৬২, ঢাকা ২০১৩
বড় জয়
বাংলাদেশ : ৪৩ রানে ও ৭ উইকেটে
নিউজিল্যান্ড : ১৬৭ রানে ও ১০ উইকেটে
সর্বাধিক রান
বাংলাদেশ : সাকিব আল হাসান, ২১ ম্যাচে ৫৭৫
নিউজিল্যান্ড : রস টেইলর, ২০ ম্যাচে ৭৮৬
সিরিজে সর্বাধিক রান
বাংলাদেশ : সাকিব আল হাসান, ৪ ম্যাচে ২১৩
নিউজিল্যান্ড : নেইল ব্রæম, ৩ ম্যাচে ২২৮
সেরা ইনিংস
বাংলাদেশ : ১২৮* মাহমুদউল্লাহ, হ্যামিল্টন ২০১৫
নিউজিল্যান্ড : ১৩৭ টম লাথাম, ক্রাইস্টচার্চ ২০১৬
সর্বাধিক সেঞ্চুরি
বাংলাদেশ : মাহমুদউল্লাহ/সাকিব, ২টি করে
নিউজিল্যান্ড : রস টেইলর, ২০ ম্যাচে ২টি
সর্বাধিক ফিফটি
বাংলাদেশ : তামিম ইকবাল, ১৯ ম্যাচে ৫টি
নিউজিল্যান্ড : রস টেইলর, ২০ ম্যাচে ৮টি
সেরা জুটি
বাংলাদেশ : সাকিব/মাহমুদউল্লাহ ২২৪ (৫ম), কার্ডিফ ২০১৭
নিউজিল্যান্ড : উইলিয়ামসন/ব্রæম ১৭৯ (২য়), নেলসন ২০১৬
সর্বাধিক উইকেট
বাংলাদেশ : সাকিব আল হাসান, ২১ ম্যাচে ৩৫টি
নিউজিল্যান্ড : কাইল মিলস, ১৭ ম্যাচে ৩৩
সিরিজে সর্বাধিক উইকেট
বাংলাদেশ : সাকিব আল হাসান, ৪ ম্যাচে ১১টি
নিউজিল্যান্ড : কাইল মিলস, ৩ ম্যাচে ৯টি
সেরা বোলিং
বাংলাদেশ : রুবেল হোসেন, ৫.৫-০-২৬-৬
নিউজিল্যান্ড : ডেনিয়েল ভেট্টোরি, ৬-২-৭-৫
ম্যাচে ৫ উইকেট
বাংলাদেশ : আফতাব/রুবেল, ১ বার করে
নিউজিল্যান্ড : ডেনিয়েল ভেট্টোরি, ১ বার
সর্বাধিক ক্যাচ
বাংলাদেশ : মাহমুদউল্লাহ, ১৯ ম্যাচে ৯টি
নিউজিল্যান্ড : স্টাইরিস/টেইলর, ৭টি করে
সর্বাধিক ডিসমিসাল
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ২২ ম্যাচে ১৮টি
নিউজিল্যান্ড : ব্রেন্ডন ম্যাককালাম, ২১ ম্যাচে ৩৬টি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।