মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিখ্যাত লেখক, সাংবাদিক এবং ধর্মান্তরিত মুসলিম লরেন বুথ তার নিজের জীবনী ভিত্তিক বই ‘ফাইন্ডিং পিস ইন দ্য হলি ল্যান্ড’ এর প্রকাশ মঞ্চায়িত করার ঘোষণা দিয়েছেন। তিনি ২০১৮ সালের নভেম্বর মাসে তার এই বই প্রকাশ করেন এবং তিনি জানান, এটিকে পাঠকদের জন্য অনেক রকমের বার্তা এবং প্রশ্নের উত্তর দিয়ে সাজানো হয়েছে। খবর আরব আমেরিকান নিউজ।
অনুষ্ঠানে লরেন বুথ বলেন, ‘যিশুকে খুঁজতে ২০০৮ সালে আমি ফিলিস্তিন সফরে গিয়েছি কিন্তু আমি সেখানে মহানবী হযরত মুহাম্মদ(সা.) কে খুঁজে পেয়েছি। আমি সেখানে এমন সত্য খুঁজে পেয়েছি যার সম্পর্কে আগে আমি কিছুই জানতাম না। আমি মধ্যপ্রাচ্য সম্পর্কে জানতাম না, এমনকি কারা ঠিক আরব ভূমিসমূহ দখল করে রেখেছে তা সম্পর্কেও সঠিকভাবে জানতাম না। আমি তখন আরবদের সম্পর্কে ভীত ছিলাম।’ বইটি শুধুমাত্র নিজের সম্পর্কে বলার জন্য প্রকাশ করেন নি জানিয়ে তিনি বলেন, ‘আমি সৃষ্টিকর্তার একজন দাস, সন্তানের একজন মা এবং অন্য সবার মতই একজন।’ তিনি বলেন, ‘তিনি চান ফিলিস্তিনি জনগণের সংগ্রাম সম্পর্কে লিখতে যাতে করে এর মাধ্যমে তাদের সাহায্য করা যায় এবং তাদের বার্তাসমূহ বিশ্বের কাছে পৌঁছানো যায়।’
মুসলিমদের প্রতি বৈষম্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা যারা মুসলিম তাদের নিকট জানতে চাওয়া হয়, হিজাব পরি কেন? তোমার মাথা থেকে তা সরিয়ে নাও।’
উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতা করে আসা লরেন বুথ বার্তা সংস্থা সিএনএন, আল-জাজিরা, দ্যা ডেইলি মেইল সহ অনেক জনপ্রিয় সংবাদ মাধ্যমে লিখে থাকেন। চলতি বছরের আগস্ট মাসে অনুষ্ঠিতব্য ‘এডিনবার্গ ফেস্টিভ্যাল ফ্রিঞ্জ’ এ তার বইয়ের মঞ্চায়ন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার এই বইটি এখন অ্যামাজন ডট কম সাইটে কিনতে পাওয়া যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।