Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসটিআই’র অভিযান ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৪৪ পিএম

‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা করা হয়।অভিযুক্ত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে সাতমসজিদ রোড এলাকার মেসার্স বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এবং মোহাম্মদপুর এলাকার মেসার্স হট রস সুইটমিট, মেসার্স মুসলিম সুইটমিট, মেসার্স হক বেকারী, মেসার্স নিউ ফুলকলি সুইটমিট ডিজিটাল স্কেলের বিএসটিআই হতে ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করে ব্যবহার করার দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন এর নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসটিআই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ