Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকসু নির্বাচন গণতন্ত্রের পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই

সাংবাদিকদের নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন গণতন্ত্রের পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যারা গণতন্ত্র চায় এবং যারা গণতন্ত্র চায় না, ডাকসু নির্বাচনের লড়াই তাদের মধ্যে হবে। সেই লড়াইয়ে গণতন্ত্রের সপক্ষের শক্তি নিশ্চিতভাবে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল (সোমবার) দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে মাজার প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন।
নজরুল ইসলাম খান বলেন, যারা বিরোধী দল করেন সরকার তাদের নানাভাবে হেনস্তা করছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, খুন ও গুম করা হচ্ছে। এ রকম জটিল পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তবে আমরা বলছি, ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়। এটা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডাকসু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি অভিযোগ করে তিনি বলেন, এই নির্বাচন আয়োজনের পরিবেশ এখনও তৈরি করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকার ক্ষমতায় আসীন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত। ফলে দুঃশ্চিন্তার কারণ আছে। নির্বাচনে অংশ নিতে সবার সমান সুযোগ এখনও নিশ্চিত হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নেই। তবে সরকারি দলের পক্ষে থেকে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই। আমরা চাইবো, যে ছাত্র সংগঠনগুলো আছে তারা তাদের মত প্রকাশ এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারে।
নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিয়োজিত। ফলে ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ আছে। সারাদেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকান্ড করতে দেওয়া হচ্ছে না। আমাদের নেতাকর্মীরা তাদের ঘরবাড়িতে থাকতে পারছেন না, তেমনি ছাত্ররা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারে না। তাই আমরা বলেছি, ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয়, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়।
ছাত্র সংগঠনগুলোর দাবি পূরণ না হওয়ার বিষয়টি তুলে ধরে নজরুল ইসলাম বলেন, আমরা আশা করব, যে ছাত্র সমাজ আমাদেরকে যুগে যুগে পথ দেখিয়েছে, সেই ছাত্র সমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে।
বিএনপির চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নতুন আহ্বায়ক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে কমিটির সদস্যদের নিয়ে দুপুরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন নজরুল ইসলাম খান। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জে ডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম আজিজুল হক, আব্দুল কুদ্দুস, সিরাজউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, নবগঠিত ড্যাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. ওবায়দুল কবীর খান, ট্রেজারার ডা. একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, সদস্য রফিকুল কবির লাবু, আব্দুস সালাম, মোস্তাক রহিম স্বপন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকসু

৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ