Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে আরব আমিরাত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৩১ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ব্যবস্থাপনায় নতুন টুর্নামেন্ট বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্ট প্রথম বিদেশি দল হিসেবে খেলতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তথ্যটি নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বঙ্গবন্ধু গোল্ডকাপের পাশপাশি কিছুদিন আগে নারীদের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বাফুফে। যার নাম বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী দলের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাংলাদেশসহ ৬টি দল খেলবে এ আসরে। যদিও টুর্নামেন্টে খেলতে ১০ টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। এদের মধ্যে থেকে ৫টি বিদেশি দল বাছাই করবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। সংযুক্ত আরব আমিরাত সম্মতি জানানোয় আর চারটি দল প্রয়োজন টুর্নামেন্টের জন্য। বাকি দেশগুলোর মধ্যে সম্ভাবনায় এগিয়ে আছে লাওস ও তাজিকিস্তান। মঙ্গলবার টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব নিয়ে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি করবে বাফুফে। দুপুরে এ চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ক্ষণ গণনা। বাংলাদেশে মেয়েদের ফুটবল মানেই প্রাধান্য বয়সভিত্তিক দলের। সিনিয়র খেলোয়াড় কম থাকায় বাফুফে এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি জাতীয় দল ভিত্তিক না করে বয়সভিত্তিকই করছে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা বাড়লে টুর্নামেন্টটি জাতীয় দলভিত্তিক করা হবে। তার প্রত্যাশা তিন/চারটি আসর পর জাতীয় দল নিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ আয়োজন করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ