Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আগ্রহী নন গাঙ্গুলি!

বিসিসিআই প্রেসিডেন্ট পদ

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট পদ ছেড়েছেন শশাঙ্ক মনোহর। ফলে তার জায়গা কে নেবে, তা নিয়ে জল্পনা-কল্পনা চলেছে ভারতের ক্রিকেট অঙ্গনে। বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে সৌরভ গাঙ্গুলিকেও মনোহরের উত্তরসূরি ভাবা হয়েছিল। তবে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করেন না সাবেক এই অধিনায়ক। গতকাল এক অনুষ্ঠানে নিজেকে ছোট করে দেখলেন দ্য ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ পদে অধীষ্ট হবার যোগ্যতা এখনও হয়ে ওঠেনি বলে মনে করেন গাঙ্গুলি। কারণ প্রেসিডেন্ট হতে অন্তত বোর্ডের তিনটি এজিএম-এ যোগ দিতে হয়। কিন্তু তিনি সেটি করতে পারেননি। মনোহরের উত্তরসূরি কে হতে পারেন-এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘এটা বলা মুশকিল। বোর্ডে অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন। তাদের মধ্যে কেউ এই দায়িত্ব নিতে পারেন। তবে, আমি এই ব্যাপার নিয়ে কিছু ভাবছি না।’ গাঙ্গুলির ভাষায়, ‘মনে হয় না, বোর্ড প্রেসিডেন্টের হওয়ার জন্য যে যোগ্যতা দরকার তা আমার রয়েছে। কারণ ৬-৭ মাস হল আমি সিএবি প্রেসিডেন্ট হয়েছি।’
জাগমোহন ডালমিয়ার মৃত্যুর পর গত ১৫ অক্টোবর সিএবি প্রেসিডেন্টের চেয়ারে বসেন সৌরভ। তার পর থেকে সিএবি-র প্রতিনিধি হিসেবে বোর্ডে পা-রাখলেও তিনটি বার্ষিক সাধারণ সভায় যোগ না দেওয়ার প্রেসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগ্রহী নন গাঙ্গুলি!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ