Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনকো কাপে টেনিসে হায়দারের জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৫৬ পিএম

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সেনকো কাপে সিনিয়র পর্বের প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের এএসএম হায়দার। দ্বিতীয় ম্যাচে তিনি হারিয়েছেন ভারতের রাহুল আগারওয়ালকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার অনুষ্ঠিত ম্যাচে হায়দার ৬-০ ও ৬-০ পয়েন্টে হারান রাহুলকে। মঙ্গলবার নেপালের গোপী ভাট্টারাইকে হারালেই শেষ চার নিশ্চিত হবে জাতীয় দলের সাবেক তারকা টেনিস খেলোয়াড় হায়দারের। থাইল্যান্ডের ব্যাংককে এই টুর্নামেন্টে বিশ্বের ২০ দেশের খেলোয়াড়দের সঙ্গে লাল-সবুজের হয়ে প্রথম লড়ছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি হায়দার। অবশ্য শনিবার প্রথম রাউন্ডের প্রথম ম্যচে জাপানের নাওকি আরিমোতোর বিপক্ষে একই ব্যবধানে হেরেছিলেন হায়দার। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি বলেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে টুর্নামেন্টটি। প্রথম ম্যাচে বুঝে উঠতে পারিনি। তবে রবিন লিগ পদ্ধতির দ্বিতীয় ম্যাচেই রাহুলকে আমি হারিয়েছি। আমরা দু’জনে একই বয়সী (৪৪ বছর) খেলোয়াড়। এবার নেপালের বিপক্ষে জিততে পারলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবো। সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

 

AvšÍR©vwZK †Uwbm †dWv‡ik‡bi (AvBwUGd) e¨e¯’vcbvq AbywôZ †mb‡Kv Kv‡c wmwbqi c‡e©i cÖ_g g¨v‡P nvi‡jI c‡ii g¨v‡P wVKB Ny‡i `uvov‡jb evsjv‡`‡ki GGmGg nvq`vi| wØZxq g¨v‡P wZwb nvwi‡q‡Qb fvi‡Zi ivûj AvMviIqvj‡K| _vBj¨v‡Ûi ivRavbx e¨vsK‡K †mvgevi AbywôZ g¨v‡P nvq`vi 6-0 I 6-0 c‡q‡›U nvivb ivûj‡K| g½jevi †bcv‡ji †Mvcx fvÆvivB‡K nviv‡jB †kl Pvi wbwðZ n‡e RvZxq `‡ji mv‡eK ZviKv †Uwbm †L‡jvqvo nvq`v‡ii| _vBj¨v‡Ûi e¨vsK‡K GB Uzb©v‡g‡›U we‡k¦i 20 †`‡ki †L‡jvqvo‡`i m‡½ jvj-mey‡Ri n‡q cÖ_g jo‡Qb evsjv‡`k †Uwbm †dWv‡ik‡bi mn-mfvcwZ nvq`vi| Aek¨ kwbevi cÖ_g ivD‡Ûi cÖ_g g¨‡P Rvcv‡bi bvIwK Avwi‡gv‡Zvi wec‡ÿ GKB e¨eav‡b †n‡iwQ‡jb nvq`vi| mvgvwRK †hvMv‡hv‡Mi gva¨g †dmey‡K wZwb e‡jb, ÔLyeB cÖwZØw›ØZvc~Y© n‡”Q Uzb©v‡g›UwU| cÖ_g g¨v‡P ey‡S DV‡Z cvwiwb| Z‡e iweb wjM c×wZi wØZxq g¨v‡PB ivûj‡K Avwg nvwi‡qwQ| Avgiv `yÕR‡b GKB eqmx (44 eQi) †L‡jvqvo| Gevi †bcv‡ji wec‡ÿ wRZ‡Z cvi‡jB †mwgdvBbv‡j †Ljvi my‡hvM cv‡ev| mvd‡j¨i Rb¨ †`kevmxi Kv‡Q †`vqv PvB|Õ

 

  1Attached Images


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনকো কাপে টেনিস

১১ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ