Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাক স্বাধীনতা ইসলামি বিপ্লবের বড় সফলতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:১৪ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসলামি বিপ্লব ইরানের মানুষকে কথা বলার অধিকার দিয়েছে; এটা হচ্ছে বিপ্লবের সবচেয়ে বড় সফলতা। আমেরিকার নিউ ইয়র্কার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ এ মন্তব্য করেছেন। সোমবার তার ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

জাওয়াদ জারিফ বলেন, ইরানের জনগণ এখন দেশের ভেতরের ও বাইরের বিষয় নিয়ে কথা বলার অধিকার পেয়েছে। তিনি বলেন, ‘আমাদের জনগণ সরকারের কোনো নীতির সঙ্গে একমত হোক বা না হোক তারা বিশ্বাস করে তাদের নিজেদের ভবিষ্যতের বিষয়ে তাদের কথা বলার প্রয়োজন রয়েছে।’ এক প্রশ্নের জবাবে জাওয়াদ জারিফ বলেন, ‘আপনি যদি মধ্যপ্রাচ্যের বাস্তবতার সঙ্গে ইরানকে তুলনা করেন তাহলে আমি বলব আমরা অনেক ভালো কিছু করেছি। অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব, দুই ক্ষেত্রেই আমরা বড় আদর্শ। আমরা ইসলাম ও গণতন্ত্রের সমন্বয় করেছি।’ জাওয়াদ জারিফ বলেন, ইরানি জনগণের ওপর ভিত্তি করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইরান অনেক এগিয়েছে এবং বাকি বিশ্বের সঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে আমাদের বেশ কিছু অর্জন রয়েছে তবে আমাদেরকে আরো অনেকদূর যেতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামি বিপ্লব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ