Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টানা চার বছরের মত আর্থিক মূল্যমানের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দামী ফুটবল ক্লাবের মর্যাদা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এই তালিকায় স্প্যানিশ জায়ান্টদের পরেই আছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আমেরিকান ব্যবসায়িক সাময়িকী ‘ফোর্বস’ দিয়েছে এই তথ্য। তাদের হিসাব অনুযায়ী রিয়ালের মোট সম্পদমূল্য ৩৬৪.৫ কোটি ডলার। দলটির বার্ষিক খাজনাই ৬৯.৪ লাখ ডলার। বার্সেলোনার আর্থিক মূল্যমান বলা হয়েছে ৩৫৪.৯ কোটি ডলার ও ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩১.৭ কোটি ডলার। তবে সার্বিক খেলাধুলার বিবেচনায় রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। এই তালিকায় শীর্ষে আমেরিকান ফুটবল টীম ডলাস কাউবয়েস। তাদের আর্থিক মূল্যমান ৪০০ কোটি ডলার।
এই তালিকার শীর্ষ দশে আছে প্রিমিয়ার লিগের ৬টি ক্লাব। ইউনাইটেডের সাথে আছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল ও টটেনহাম। গত বছরের তুলনায় শীর্ষ ২০টি ক্লাবের আর্থিক মূল্যমান বেড়েছে ২৪ শতাংশ, যেগুলোর উৎস টেলিভিশন চুক্তি ও বিভিন্ন পন্য সামগ্রির বিজ্ঞাপন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো শীর্ষে রিয়াল মাদ্রিদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ