Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অবশেষে উশুতে স্বস্তি

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অবশেষে স্বস্তি ফিরেছে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনে। আগের সেই অশান্ত পরিবেশ এখন আর নেই উশুতে। দেরিতে হলেও শেষ পর্যন্ত পদত্যাগপত্র গৃহীত হয়েছে সাবেক সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ রুস্তম ওরফে ডিএম রুস্তমের। ফলে উশু অ্যাসোসিয়েশনের নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক আলমগীর শাহ ভূঁইয়া। গত ৮ মে অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উশুর সভাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। গঠন হয় একটি তদন্ত কমিটিও। পদত্যাগী সাধারণ সম্পাদক ডিএম রুস্তÍমের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ খতিয়ে দেখতে অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজুকে চেয়ারম্যান ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনকে সদস্য সচিব করে গঠিত ছয় সদস্যের এই তদন্ত কমিটি। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আগামী ২ ও ৩ জুন মেয়র মোহাম্মদ হানিফ কাপ উশু প্রতিযোগিতা আয়োজন করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠেয় এ আসরে সার্ভিসেস দলগুলো অংশ নেবে। এগুলো হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, বিকেএসপি, বিজেএমসি, আনসার ও ডাক বিভাগ। এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। মেয়র হানিফ কাপের পর সারাদেশে উশুকে ছড়িয়ে দিতে আয়োজন হবে তৃণমূল পর্যায়ের উশু প্রশিক্ষণ কর্মসূচি। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ২০ মে শুরু হবে এই প্রশিক্ষণ ক্যাম্প। দেশের বিভিন্ন জেলায় দশদিনের প্রশিক্ষণ শেষে তিনমাস ব্যাপী ঢাকায় চলবে এই ক্যাম্প। এছাড়া জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সাউথ এশিয়ান গ্রেডের পাঁচজন জাজকে আন্তর্জাতিক গ্রেডে উন্নতির লক্ষ্যে চীনে পাঠানো হচ্ছে। জাজরা ২৯ মে চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ফিরবেন ৫ জুন। ক্রীড়াবোদ্ধাদের ধারণা ড. আবদুস সোবহান গোলাপ উশু অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হওয়ার পরই এর কর্মকাÐ বেগবান হয়েছে। সভাপতি নিজেই কার্য-নির্বাহী কমিটি ঢেলে সাজানোর উদ্দ্যোগ নেন। ফলোশ্রæতিতে এখানে এখন জায়গা পাচ্ছেন স্বীকৃত ক্রীড়া সংগঠকরাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে উশুতে স্বস্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ