মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কন্যার টিউশন ফি দিতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছেন লেবাননের এক পিতা। দেশটির উত্তরাঞ্চলীয় একটি স্কুলের খেলার মাঠে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। হতভাগ্য ওই পিতার নাম জর্জ জুরাইক। তিনি দুই সন্তানের জনক। প্রতিবেদনে বলা হয়, অস্বচ্ছল ওই পিতা তার মেয়েকে অন্য স্কুলে নিয়ে ভর্তি করাতে চেয়েছিলেন। কিন্তু আগের স্কুলের টিউশন ফি বকেয়া থাকায় কর্তৃপক্ষ তাকে অন্য স্কুলে ভর্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে অপারগতা প্রকাশ করে। এ ঘটনায় নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়া ওই ছাত্রীর বাবাকে হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে বেশ খানিকটা দগ্ধ হয়ে গেছেন তিনি। ফলে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।