Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার চাঁদে অবস্থানের ঘোষণা নাসার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন করে চাঁদে অভিযান ও সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছে। তারা বলছে, আগামী দশকের মধ্যে এ কাজটি সম্পন্ন করা হবে। এবার নভোচারীরা চাঁদে গিয়ে অল্প সময়ের মধ্যে ফিরবেন না, তারা সেখানে অবস্থান করবেন। নাসা প্রশাসক জিম বারডেনস্টাইন বলছেন, চাঁদে আবারও অভিযান এবং সেখানে অবস্থানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের অনুমতি মিলেছে। জিম বারডেনস্টাইন বলছেন, চাঁদে নতুন অভিযানে অংশ নেয়া নভোচারীরা সফল হলে একদিন মঙ্গল অভিযানেও মানুষ পাঠানো হবে। সেটা হবে এক নতুন ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্র সেই কাক্সিক্ষত সফলতার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি বলছেন, পুনরায় চাঁদে অভিযানের ব্যাপারটা নিয়ে আমি রোমাঞ্চিত। তবে অনেকে বলছেন ৫০ বছর আগে যেভাবে নভোচারীরা ফিরে এসেছিলেন এবারও তাই হবে। তবে পরিষ্কার করে বলতে চাই, ‘এবারের অভিযানের উদ্দেশ্য ফিরে আসা নয়। এবার আমরা চাঁদে যাচ্ছি নতুন প্রযুক্তি নিয়ে যা চন্দ্রপৃষ্ঠের নতুন অঞ্চল আবিষ্কার করবে এবং যা আমরা চিন্তা-ভাবনা করেছি তার বাস্তবায়ন ঘটানো হবে। এবারের যাত্রায় আমরা ফিরব না, চাঁদে অবস্থান করব।’ নাসা প্রশাসক বলছেন, নাসার এ পরিকল্পনা আগামী সপ্তাহ থেকেই বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদে অবস্থানের ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ