মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নো-ফ্লাই লিস্ট থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম বাদ দিতে অস্বীকার করল পাকিস্তান। শনিবার সরকারিভাবে এ কথা জানানো হয়েছে। এই তালিকাভুক্ত ব্যক্তিদের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নো-ফ্লাই লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন নওয়াজ শরিফ, তার মেয়ে মারিয়ম শরিফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদর। ২০১০ সালের এক্সিট ফ্রম পাকিস্তান রুলের ২ ধারা তাদের ওপরে বর্তায় না বলে এই ৩ জন দাবি করেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি পাক অভ্যন্তরীণ মন্ত্রণালয় তাদের এই আবেদন খারিজ করে দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। গত বছরের জুলাইয়ে নওয়াজ শরিফ, তার মেয়ে মারিয়ম শরিফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদরকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের একটি আদালত। সূত্র: ডন।
নওয়াজ শরিফের আর্জি খারিজ
ইনকিলাব ডেস্ক
নো-ফ্লাই লিস্ট থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম বাদ দিতে অস্বীকার করল পাকিস্তান। শনিবার সরকারিভাবে এ কথা জানানো হয়েছে। এই তালিকাভুক্ত ব্যক্তিদের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নো-ফ্লাই লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন নওয়াজ শরিফ, তার মেয়ে মারিয়ম শরিফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদর। ২০১০ সালের এক্সিট ফ্রম পাকিস্তান রুলের ২ ধারা তাদের ওপরে বর্তায় না বলে এই ৩ জন দাবি করেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি পাক অভ্যন্তরীণ মন্ত্রণালয় তাদের এই আবেদন খারিজ করে দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। গত বছরের জুলাইয়ে নওয়াজ শরিফ, তার মেয়ে মারিয়ম শরিফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদরকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের একটি আদালত। সূত্র: ডন।
কলকাতা বইমেলায় বাংলাদেশ
ইনকিলাব ডেস্ক
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়নটি প্রতিবছরই কোনো ঐতিহ্যশালী স্থাপত্যের অনুকরণে তৈরি হয়৷ ৪৩তম কলকাতা বইমেলায় এবার ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসের আদলে তৈরি হয়েছে বংলাদেশের প্যাভেলিয়ন৷ এই প্যালেসটি একটি ঐতিহাসিক স্মারক৷ ১৯৪৯ সালে আওয়ামী লিগের পত্তন হয় এ বাড়িতে৷ তারই আদলে কলকাতা বইমেলায় এবার বাংলাদেশের প্যাভেলিয়ন৷
রোজ গার্ডেন প্রাসাদের নিও–ক্লাসিকাল স্থাপত্যে মিশে গেছে ইওরোপীয় শিল্পরীতি, যা ধরা পড়ে এর করিন্থিয়ান স্তম্ভগুলিতে৷ শোলা এবং থার্মোকলের সাহায্যে তৈরি এই প্যাভেলিয়নের শিল্পকৃতি এত নিখুঁত যে, দূর থেকে আসল বলে ভ্রম হতে পারে! কলকাতা বইমেলায় বাংলাদেশের বইয়ের বাড়তি আকর্ষণ৷ তাই সবসময়ই ভিড় থাকে প্যাভেলিয়নের ভেতরে৷ বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্টলটি এবার বিশেষভাবে আকৃষ্ট করেছে ইতিহাস-সন্ধানী পাঠকদের৷ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের স্টলটিতেও বরাবরই নিবিষ্ট পাঠকদের ভিড় থাকে৷ তারা ধর্ম বিষয়ে আরও গভীরে জানতে চান৷
বাংলাদেশ প্যাভেলিয়নের সুবাদেই প্রতি বছর সেদেশের এক একটি ঐতিহাসিক, ঐতিহ্যশালী ইমারত সম্পর্কে জানার সুযোগ পান পশ্চিমবঙ্গের বাঙালিরা৷ সন্ধা নামলেই রঙিন আলোয় সেজে উঠছে বাংলাদেশ প্যাভেলিয়ন৷ দর্শকদের আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছে রোজ গার্ডেন প্যালেসের স্থাপত্য সৌন্দর্য সম্পর্কে৷ সূত্র: ডয়চে ভেলে।
মেক্সিকোয় সাংবাদিককে গুলি করে হত্যা
ইনকিলাব ডেস্ক
ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাবাস্কো অঙ্গরাজ্যে রামোস রদ্রিগেজ নামের এক রেডিও সংবাদকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার স্থানীয় সময় বিকালে অঙ্গরাজ্যটির এমিলিয়ানো জাপাতা শহরে এ হামলার হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এ সাংবাদিক হত্যার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন নিজের ৫৯তম জন্মদিন উদযাপনে জন্য বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করতে স্থানীয় একটি কফি হাউজে যান তিনি। আর সেখানে বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থায় পাশ থেকে এক হামলাকারী আচমকা তাকে গুলি করে পালিয়ে যায়।
এ দিকে কফি হাউজে উপস্থিত এন্ড্রি লেইম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এ দিন স্থানীয় রেডিও সাংবাদিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে দোকানটিতে বসে আড্ডা দিচ্ছিলেন। পরে ঘটনার এক পর্যায় হামলাকারীরা একটি গাড়ি থেকে নেমে সোজা তার দিকে চলে আসে এবং তাকে লক্ষ্য করে অন্তত আটটির বেশি গুলি ছোঁড়ে।’ তিনি আরও বলেন, ‘এ সময় সবাই দিক-বিদিক ছোটাছুটি শুরু করলে হামলাকারীরাও তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।’
অপরদিকে শহরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি কোনো পরিকল্পিত হামলা কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করি খুব শিগগিরই এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পারব।’
উল্লেখ্য, দেশটিতে এ ধরনের হামলার ঘটনা আজ নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
পুরুষের মস্তিষ্ক দ্রুত ক্ষয়ে যায়
ইনকিলাব ডেস্ক
বয়স বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি মানুষের মস্তিষ্ক ছোট হতে থাকে। তবে পুরুষের মস্তিষ্ক নারীর মস্তিষ্কের তুলনায় দ্রুত ক্ষয় হয় বলে জানিয়েছে ভারতীয় গবেষকের নেতৃত্বাধীন এক গবেষণা। আর একারণেই নারীরা বৃদ্ধ বয়সেও পুরুষের চাইতে প্রখর বুদ্ধিমত্তা বজায় রাখতে পারেন।
সেইন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকদের করা এই গবেষণায় বলা হয়, ‘বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের ‘মেটাবলিজম’য়ের গতি কমতে থাকে। তবে কমতে থাকার গতি লিঙ্গ ভেদে ভিন্ন। মেটাবলিজময়ের গতির বিবেচনায় একজন নারীর মস্তিষ্কের বয়স একই বয়সের একজন পুরুষের মস্তিষ্কের বয়স থেকে তিন বছর কম।’
একই বিশ্ববিদ্যালয়ের ম্যালিনক্রড ইনস্টিটিউট অফ রেডিওলজি’র রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মানু গয়াল বলেন, ‘এমন নয় যে পুরুষের মস্তিষ্কের বয়স দ্রুত বৃদ্ধি পায়। বরং পুরুষ পরিণত বয়সে পা দেয় নারীর থেকে তিন বছর বেশি বয়সে এবং তার পুরো জীবনকাল ধরে এই বিষয় স্থিতিশীল রয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আমরা যা জানি না তা হল এই বয়সের পার্থক্যে অর্থ কী? আমার মনে হয়, নারীরা জীবনকালের শেষ দিকে পুরুষের মতো দ্রুতগামী মস্তিষ্কের ক্ষয়ের শিকার হয় না। কারণ হল নারীর মস্তিষ্ক প্রকৃত অর্থেই পুরুষের তুলনায় তরুণ। আর এই ধারণা প্রমাণ করার লক্ষ্যেই বিস্তারিত গবেষণা চালাচ্ছি আমরা।’
বিবেচনা শক্তি, স্মৃতিশক্তি ও সমস্যা সমাধানের পরীক্ষায় প্রবীন পুরুষের তুলনায় প্রবীন নারীদের ভালো ফলাফল করতে দেখা যায়। মস্তিষ্কের জ্বালানী হল চিনি। তবে এই জ্বালানী মস্তিষ্ক কীভাবে ব্যবহার করবে সেই পদ্ধতিতে পরিবর্তন আসে বয়স বাড়ার সঙ্গে। নারী ও পুরুষের মস্তিষ্কর চিনির ব্যবহার পদ্ধতির পার্থক্য বের করতে গবেষকরা ২০ থেকে ৮২ বছর বয়সি ১২১ জন নারী আর ৮৪ জন পুরুষের মস্তিষ্ক পর্যবেক্ষণ করেন।
পিইটি স্ক্যান থেকে পাওয়া মস্তিষ্কের অক্সিজেন ও গ্লুকোজের প্রবাহ পরিমাপের মাধ্যমে পুরুষের মস্তিষ্কের বয়স ও তার মেটাবলিজমের হার নির্ণয় করতে পারে এমনি একটি যন্ত্রনির্ভর অ্যালগোরিদমকে গবেষকরা নারীর মস্তিষ্কের উপর প্রয়োগ করেন। ফলাফলে জানা যায়, নারীর প্রকৃত বয়স থেকে তার মস্তিষ্কের বয়স ৩.৮ বছর কম। গবেষকরা একই পর্যালোচনা উল্টা ভাবেও করে দেখেন। সেখানে দেখা যায় পুরুষের প্রকৃত বয়স তার মস্তিষ্কের বয়স থেকে ২.৪ বছর বেশি। ২০ বছর বয়সি নারী-পুরুষের মধ্যে তুলনা করলেও নারীর মস্তিষ্কের তারুণ্য লক্ষ্য করা যায়, বলেন গবেষকরা। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।