Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৪৩ পিএম

কলাপাড়ায় রাবনাবাদ নদীতে বাল্কহেডের ধাক্কায় ইটবোঝাই ট্রলারসহ নিখোঁজ দুই শ্রমিক নুরুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলামের (২৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মিরা। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে নিমজ্জিত ট্রলারের কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় বাল্কহেডের সাত কর্মচারীর নামে মামলা দায়ের করেছেন নিমজ্জিত ট্রলারের মালিক নিজাম শরীফ। পুলিশ এদের মধ্যে নরুজ্জামান, আফজাল হোসেন ও এনামুল হককে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে কলাপাড়ার রাবনাবাদ নদীতে বাল্কহেডের ধাক্কায় ৭ শ্রমিকসহ ইট বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এসময় নদীতে মাছ ধরা জেলেরা ৫ জনকে উদ্ধার করলেও সাইফুল ও নুর ইসলাম নামে দুই শ্রমিক নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে প্রায় ২৪ ঘন্টা পর তাদের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত শ্রমিকদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদার জানান, নিমজ্জিত ট্রলারে ইট বোঝাই থাকায় উদ্ধার কাজ একটু দেরি হয়েছে। লাশ কলাপাড়া থানায় হস্তান্তর করেছি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
কলাপাড়া থানার ওসি তদন্ত আলী আহম্মদ জানান, উদ্ধার হওয়া দুই শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা হয়েছে। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাল্কহেডটি জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ