Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরেকটি বাংলাদেশ সৃষ্টি হতে দেবে না -জারদারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৫০ পিএম

পাকিস্তানের ভিতরে আরেকটি ‘নতুন বাংলাদেশ’ সৃষ্টি করতে দেবে না পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এমন মন্তব্য করেছেন পিপিপির সহ-সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
শনিবার সাঙ্গার ডেলার টান্দো আদম শহরে সিনেটর ইমামুদ্দিন সৌকীনের দেয়া অভ্যর্থনায় বক্তব্য দেয়ার সময় তিনি আরো বলেন, পাকিস্তানের স্বাধীনতার পর ভারতের নেতারা তিন দশক ধরে পাকিস্তানকে বিভাজিত করার পরিকল্পনা করেছে। যদিও মুসলিমরা (কংগ্রেস প্রধান) মাওলানা আবুল কালাম আজাদকে সম্মান করেন, তবু এসব ষড়যন্ত্রকারীদের অন্যতম তিনি। তবে এখন আমরা (পাকিস্তানের ভিতরে) আরেকটি বাংলাদেশ সৃষ্টি হতে দেবো না।
তীর্যক এক বক্তব্য রাখেন আসিফ আলী জারদারি। তিনি বলেন, একটি যুদ্ধ বিজয়ের মাধ্যমে ‘তারা’ পাকিস্তান সৃষ্টি করেন নি। পাকিস্তান সৃষ্টি করেছেন ‘আমাদের’ পূর্বপুরুষরা।
আমার পূর্বপুরুষদের একটি স্কুলে পড়াশোনা করেছিলেন কায়েদে আযম। তিনিই রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে পাকিস্তানের স্বাধীনতা অর্জন করেছেন।
তিনি আরো বলেন, পিপিপির নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। এর কারণ, শাসকরা চায় ১৮তম সংবিধান সংশোধন। এর মধ্য দিয়ে তারা প্রাদেশিক শায়ত্তশাসনকে সংক্ষিপ্ত করতে চায়। আমাদের সঙ্গে তাদের লড়াই বা যুদ্ধ হলো সম্পদের জন্য। পাকিস্তানের সম্পদের জন্য। শুধু সিন্ধুর সম্পদের জন্য নয়।
আসিফ আলী জারদারি আরো বলেন, তিনি জাতীয় নির্বাচন নিয়ে ২০১৮ সালের ২৫ শে জুলাই যে এলার্ম বেলের কথা বলেছিলেন তা এখনও বাজছে। কিন্তু মানুষ তার সেই পূর্বাভাষ মানে নি। তিনি বলেন, আমি বলেছিলাম এই নাটক হলো ১৮তম সংশোধনীর জন্য।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ